পরাজয়ের জড়তা ঝেড়ে ফেলে পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কেবল প্রচার নয়, রণ-কৌশলের নেতৃত্বও দেবেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ফেব্রুয়ারি মাস থেকে তিনি ভোট প্রচারে জেলায় যাবেন। শনিবার তিনি বলেন, “জেলায় যাওয়ার জন্য অনুরোধ আসছে। জানুয়ারিতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে কৃষক সভার সমাবেশে যাচ্ছি। ফেব্রুয়ারি থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে জেলায় যাব।” তবে তাঁর পক্ষে যে রাজ্যের ১৭টি জেলায় প্রচার করা সম্ভব নয়, তা জানিয়ে তিনি বলেন, “প্রয়োজন অনুযায়ী যাব, সভা করব। পারলে উত্তরবঙ্গেও যাব।”
বিধানসভা ভোটে হারের পর প্রথম ছ’মাস আলিমুদ্দিন আর পাম অ্যাভেনিউয়ের ফ্ল্যাটে নিজেকে গুটিয়ে রেখেছিলেন সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য। মাঝে অসুস্থও হয়ে পড়েন। দেড় বছরে কলকাতার বাইরে কোথাও যাননি। বুদ্ধবাবুর ঘনিষ্ঠরা জানান, আগের থেকে তাঁর শরীর ভাল আছে। শ্বাসকষ্ট কমেছে। তাই তিনি জেলায় সভা করার ব্যাপারে সবুজ-সঙ্কেত দিয়েছেন।
সম্প্রতি হাওড়া ও বরানগরে বুদ্ধবাবুর জনসভায় ভাল ভিড় হয়। এর পরে নেতারা বুদ্ধবাবুকে অনুরোধ করেন, তিনি যেন পঞ্চায়েত ভোটে দলকে নেতৃত্ব দেন। বুদ্ধবাবু রাজি হয়েছেন। এমনিতে ২০১৬-র বিধানসভা ভোটে নেতৃত্ব দেওয়া নিয়ে আগ্রহী নন বুদ্ধবাবুর। শীর্ষ নেতাদের তা জানিয়েও দিয়েছেন। কিন্তু বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, নিরুপম সেন, গৌতম দেব বা অন্য কেউ তাঁর মতো সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারছেন না। স্বাভাবিক ভাবেই বুদ্ধবাবুর মুখাপেক্ষী হতে হচ্ছে আলিমুদ্দিনকে।
আগামী ৫ জানুয়ারি নন্দীগ্রাম-সংলগ্ন চণ্ডীপুরে বুদ্ধবাবু জনসভা করবেন। ২০০৮ সালে নন্দীগ্রাম-সংলগ্ন হেড়িয়ায় শেষ জনসভা করেছিলেন বুদ্ধবাবু। জেলার প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিহির কথায়, “বুদ্ধবাবুকে এনে সভা করে আমরা আবার ঘুরে দাঁড়াতে চাইছি।” ভোটে হারের পরে কৃষক সভার নেতারা বুদ্ধ-নিরুপমের শিল্পনীতি নিয়ে সরব হয়েছিলেন। আজ তাঁরাই বুদ্ধবাবুকে দিয়ে সভা করাতে চান। এক রাজ্য নেতার কথায়, “বুদ্ধদার প্রয়োজনীয়তা জেলার নেতারাও বুঝেছেন।” উত্তর ২৪ পরগনা জেলায় বুদ্ধবাবুকে দিয়ে সভা করানোর সিদ্ধান্ত নিয়েছেন গৌতম দেব। হুগলি জেলার সম্পাদক সুদর্শন রায়চৌধুরীও বুদ্ধবাবুকে দিয়ে সভা করাতে তৎপর। এই জেলাতেই সিঙ্গুর। ক্ষমতায় আসার দেড় বছরেও তৃণমূল সরকার সিঙ্গুর জট ছাড়াতে পারেনি। বামেদের সিঙ্গুর-নীতি যে ঠিক ছিল, তা তুলে ধরতে বুদ্ধবাবুই ভরসা হুগলির নেতারা। |