নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টের বাংলা দল থেকে বাদ পড়লেন মৌমা দাস। এই ঘটনার পরই ক্ষুব্ধ মৌমা জানিয়ে দেন, “ভবিষ্যতে বাংলার হয়ে আমি আর খেলব না।”
৭ জানুয়ারি থেকে ছত্তীসগঢ়ের রায়পুরে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে। এই টুর্নামেন্টের জন্য যে দল বাছা হয়েছে, সেই দল থেকে মৌমা ছাড়াও বাদ পড়েছেন সৌরভ চক্রবর্তী ও সৌমি মণ্ডল। জাতীয় টেবিল টেনিসের মহিলা বিভাগে ছয় নম্বরে থাকা মৌমার দাবি, “আমাকে রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব ফোন করে জিজ্ঞেস করেছিলেন বাংলার হয়ে খেলব কি না! খেলব বলার পরও আমাকে বাংলা দলে রাখা হয়নি। দল নির্বাচন নিয়ে শুনছি পক্ষপাতমূলক কাজ চলছে।”
এখন প্রশ্ন, কেন বাদ পড়তে হল মৌমাদের? রাজ্য টেবিল টেনিস সংস্থার কর্তা দেবপ্রসাদ বসু বললেন, “আমরা দল নির্বাচনের ক্ষেত্রে একটা গাইড লাইন ঠিক করেছিলাম। বাংলার টুর্নামেন্টগুলোতে যারা খেলবে না, তাদের দলে রাখা হবে না। মৌমারা কোনও টুর্মামেন্ট খেলেনি, তাই দল থেকে বাদ পড়েছে। এর আগেও মৌসুমি পালের ক্ষেত্রে একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।”
পাল্টা মৌমার বক্তব্য, “যখন বাংলার টুর্নামেন্টগুলো হয়, তখন আমাদের বাইরে খেলতে চলে যেতে হয়। সে কারণে সব সময় খেলা সম্ভব হয় না। অথচ গুয়াহাটি জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টের সময় যখন অন্যরা খেলেনি, তখন কিন্তু আমি খেলেছিলাম।” এ দিকে মৌমা জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টের দলগত বিভাগে নামতে না পারলেও পেট্রোলিয়াম স্পোর্টস কন্ট্রোল বোর্ডের হয়ে ব্যক্তিগত বিভাগে নামছেন। |