ইডেনে আসার সম্মতি জাহির, বারিদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোন পদ্ধতিতে টিকিট বিক্রি হবে, তা নিয়ে সিএবি-র অন্ধকার না কাটলেও আগামী ৩ জানুয়ারি ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচে সীমান্ত পেরিয়ে আসবেন কোন কোন অতিথি, সেই ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। ১৯৮৭ বা তার পর থেকে যে পাক ক্রিকেটাররা ইডেনে খেলে গিয়েছেন তাঁদের মধ্যে জাভেদ মিয়াঁদাদ, জাহির আব্বাস, ওয়াসিম বারি, সাদিক মহম্মদ, ইন্তিখাব আলম, মুস্তাক মহম্মদ ও ইমতিয়াজ আহমেদরা শনিবার সম্মতি জানিয়েছেন। ইমরান খানের সম্মতি অবশ্য এখনও এসে পৌঁছয়নি। সিএবি কর্তাদের আশা, আগামী সপ্তাহেই ইমরান তাঁর সম্মতি জানিয়ে দেবেন। টিকিট বন্টনের জট অবশ্য এখনও খোলেনি। সোমবার পুলিশের সঙ্গে বৈঠকের পর তা চূড়ান্ত হবে বলে জানালেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ও যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায়। ক্রীড়া দফতর না করে দিলেও রাজ্য সরকারের লটারি বিভাগের কাছে শেষবার লটারি আয়োজনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে সিএবি। অবশ্য সোমবারের বৈঠকে পুলিশ যদি সরাসরি কাউন্টারে টিকিট বিক্রি করলে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়, তা হলে শেষ পযর্ন্ত তা-ই হতে পারে। কিন্তু সিএবি-র বেশিরভাগ কর্তাই লটারি করে টিকিট বন্টনের পক্ষে। ইডেনে ম্যাচের দিন প্রধানমন্ত্রী শহরে থাকলেও তিনি প্রোটোকলের জন্য ইডেনে আসবেন না। এই ব্যাপারে এদিন বিশ্বরূপবাবু জানান, “প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সাধারণত এক জায়গায় থাকতে পারেন না। ইডেনে রাষ্ট্রপতি থাকবেন বলেই সে দিন প্রধানমন্ত্রী ইডেনে আসবেন না।” রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল অবশ্য সে দিন ইডেনে থাকবেন বলে জানিয়েছেন।
|
দুই চ্যাম্পিয়ন অরিত্র ও অনিন্দ। শনিবারের নিজস্ব চিত্র। |
শীতকালীন জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপের জুনিয়র পেয়ার বিভাগে চ্যাম্পিয়ন হলেন বাংলার অরিত্র ভট্টাচার্য ও অনিন্দ্য আচার্য। সিনিয়র পেয়ারে সেরা আর কৃষ্ণন ও রাজ কুমার। বিভাগে রানার্স হন সুভাষ গুপ্তা ও জে এম শাহ। দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘ফরমিডেবল’। দলের সদস্যরা হলেন কিরণ নাদার, আর বেঙ্কটরমন, বি সত্যনারায়ণ, সুনিত চোকসি, বি প্রভাকর ও রাজেশ্বর তিওয়ারি। এই নিয়ে ৫৪ বছরে পা দিল এই টুর্নামেন্ট।
|
প্রায় দেড় বছর পর মোহনবাগান মাঠে ম্যাচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সব ঠিক থাকলে, কলকাতা প্রিমিয়ার লিগে পুলিশ এসি-র বিরুদ্ধে প্রাথমিক পর্বের শেষ ম্যাচ নিজেদের মাঠেই খেলবেন ওডাফারা। শনিবার প্রকাশিত সূচিতে কল্যাণী স্টেডিয়ামের নামও আছে। মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত অবশ্য বললেন, “চেষ্টা করছি যাতে আমাদের মাঠেই ম্যাচ হয়। সে ক্ষেত্রে শুধু সদস্যদের ম্যাচ দেখার ব্যবস্থা করা হবে।” অন্য দিকে, ২৬ ডিসেম্বর মহমেডান-টালিগঞ্জ আগ্রগামী ও সাদার্ন সমিতি-পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচ দু’টিও একই সময়ে হবে।
|
বিশ্ব ক্লাব কাপ ফাইনালে চেলসির হারের পর রাফা বেনিতেজের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হল! চোট সমস্যায় জর্জরিত অধিনায়ক জন টেরি খেলতে পারবেন না আজকের অ্যাসটন ভিলা ম্যাচে। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পর টেরি এখনও পুরোপুরি সুস্থ নন। তার সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। টেরির চোট নিয়ে চেলসি কোচ বলছেন, “টেরি মাঠে সামান্য ওয়ার্ম-আপ করলেও বল নিয়ে প্র্যাক্টিস করেনি। আশা করছি কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে দলে ফিরবে।” তবে ক্রিসমাসের আগে টেরি দলে ফিরতে পারবেন কিনা, সে বিষয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
|
চেলসি কোচ রাফা বেনিতেজকে নিজের কার্যত নিজের চরকায় তেল দিতে বললেন হোসে মোরিনহো! বেনিতেজ একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, আগামী মরসুমে রিয়াল মাদ্রিদ তাঁকে নিতে ইচ্ছুক। আর তাতেই বেজায় চটেছেন রিয়াল কোচ। “রিয়াল মাদ্রিদ সম্পর্কে মন্তব্য করার আগে নিজের ক্লাব চেলসিতে মন দিক বেনিতেজ,” কড়া প্রতিক্রিয়া মোরিনহোর। যদিও শোনা যাচ্ছে, আগামী মরসুমে নাকি পুরনো ক্লাব চেলসিতে ফিরতে পারেন মোরিনহো।
|
ক্রিকেটের পর এ বার হকিতেও ভারত ও পাকিস্তানের মধ্যে সিরিজ আয়োজিত হতে চলেছে। আগামী মার্চে ভারতে আসছে পাকিস্তান হকি দল। তারা ভারতে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। ফিরতি সিরিজে মে মাস নাগাদ পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে পারেন সর্দার সিংহরা। শেষ বার ২০০৬ সালে হকি সিরিজে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল।
|
স্পেনের ক্লাবের সঙ্গে কথা নির্মলের |
সুব্রত পাল-সুনীল ছেত্রীর পর এ বার বিদেশের ক্লাবে ট্রায়ালের জন্য যেতে পারেন মোহনবাগানের ডিফেন্ডার নির্মল ছেত্রী। স্পেনের দ্বিতীয় ডিভিশন ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে তাঁর। সব ব্যবস্থা স্বয়ং ভাইচুং ভুটিয়া করে দিচ্ছেন। নির্মল অবশ্য ক্লাবের নাম বলতে না চাইলেও বললেন, “সবে প্রাথমিক কথা হয়েছে। কিছু ঠিক হয়নি।” |