নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডার্বি-কাণ্ডে মোহনবাগানের শাস্তি চান ডেম্পো কোচ আর্মান্দো কোলাসো। শনিবার যুবভারতীতে পৈলান অ্যারোজের বিরুদ্ধে ২-১ জেতার পর সাংবাদিক সম্মেলনে এসে কোলাসো বললেন, “দোষ করলে শাস্তি পেতে হয়। আমাকেও পেতে হয়েছে। কোনও নির্দিষ্ট দল, কোচ বা ফুটবলার বলে নয়, ফেডারেশনের চোখে যখন সবাই সমান, তখন মোহনবাগানেরও শাস্তি হওয়া উচিত।”
ফেডারেশনের সামনে ডার্বি-কাণ্ডের শুনানি ২৪ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর বিকেলে মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত-সহ ক্লাবের প্রতিনিধি হিসেবে দুই আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি উড়ে যাচ্ছেন। সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী সৌম্য চক্রবর্তীকেও।
কোলাসোর দাবি, সবুজ-মেরুন ব্রিগেডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেডারেশন দেরি করছে। বলেছেন, “এই ঘটনায় সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে কেন জানি না। আমাদের ক্ষেত্রে তো দু’দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলে ফেডারেশন।” ডেম্পোর বাঙালি ব্রিগেড আবার নির্বাসনের বিরুদ্ধে। শুভাশিস রায়চৌধুরি বলছিলেন, “মোহনবাগানের মতো দল নির্বাসিত হলে ভারতীয় ফুটবলই বড় ধাক্কা খাবে।” আর দেবব্রত রায়ের কথায়, “বাঙালি হয়ে মোহনবাগানের নির্বাসন চাইব, এটা সম্ভব নাকি!”
এ দিকে, এই ডামাডোলের মধ্যেই সমস্ত বিতর্ক থেকে দূরে, দিল্লিতে সবুজ-মেরুনের প্রাক্তন কোচ সন্তোষ কাশ্যপের কোচিংয়ে বড় জয় পেল ওএনজিসি। লাজংকে ৩-০ গোলে হারাল কাশ্যপের দল। |