নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পুণে এফসি- ৩ (মোগা-২, তাবিয়া)
ইউনাইটেড- ১ (বিনিথ) |
বিদেশি কোচ দিয়েও অন্ধকার কাটছে না ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। উলটে হারের বোঝা যেন আরও বেড়েই চলেছে সতেরো কোটির দলে। শনিবার পুণের বালেওয়ারি স্টেডিয়ামে পুণে এফসি-র কাছে ১-৩ গোলে হেরে আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লেন র্যান্টি মার্টিন্সরা।
তবে শুধু কোচের দিকে আঙুল তুললে বোধহয় ইউনাইটেডের হারের সঠিক বিশ্লেষণ করা হবে না। কেননা এলকো সাটোরির কোচিং-দর্শন নয়, ক্লাবের ব্যর্থতার মূলে চোট-আঘাতও একটা বড় ভূমিকা পালন করেছে। আরাতা-মোগাদের বিরুদ্ধে শুধু এক জন বিদেশি র্যান্টিকে নিয়েই নামতে হয় সাটোরিকে। আই লিগের মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের পর থেকেই মাঠের বাইরে ভিনসেন্ট। আর কার্লোস হার্নান্ডেজের চোট নিয়ে ধোঁয়াশা কাটছে না ক্লাবে। চোটের জন্য পুণে না গেলেও, কলকাতার একটি স্কুলের স্পোর্টসে দৌড়তে দেখা যায় তাঁকে। ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “ফুটবলে চোট লাগবেই। তবে কার্লোসের যা চোট তা নিয়ে খেলা যায়।”
কার্লোস না থাকাটা সমস্যা তো বটেই। তবে এ দিনের ম্যাচে রক্ষণে বেলো রাজাকের অনুপস্থিতি বেশি ভোগাল ইউনাইটেডকে। নড়বড়ে রক্ষণের জন্যই ম্যাচ শুরুর কুড়ি মিনিটের মধ্যে জেমস মোগা এবং তাবিয়ার গোগে ০-২ পিছিয়ে যান র্যান্টিরা। বিরতির পরে বিনিথ ১-২ করলেও, শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষ হওয়ার পনেরো মিনিট আগে মোগার অনবদ্য হেডে ৩-১ করে ফেলে পুণে এফসি। ইউনাইটেডকে হারিয়ে আই লিগ পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল ডেরেক পেরিরার দল। ইস্টবেঙ্গল চারে। |