নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টানা বত্রিশ ম্যাচের অপরাজিত ‘রথ’ থেমে গেলেও, আই লিগ জয়ের স্বপ্ন থেকে বিন্দুমাত্র সরছেন না ট্রেভর জেমস মর্গ্যান। উলটে রবিবার মুম্বই এফসি-কে বড় ব্যবধানে হারিয়ে ফের নতুন করে শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল।
শনিবার ইউনাইটেড স্পোর্টস ক্লাব যেমন তাদের প্রধান স্টপার বেলো রাজাককে পুণে ম্যাচে পায়নি, তেমনই রবিবার মুম্বই এফসি ম্যাচে ইস্টবেঙ্গলের প্রধান স্টপার উগা ওপারাকে পাচ্ছেন না মর্গ্যান। তাঁর বদলে অর্ণব মণ্ডলের পাশে খেলবেন রাজু গায়কোয়াড়। লাল-হলুদ কোচ অবশ্য ওপারার না থাকার বিষয়টা খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না। উলটে পুণে থেকে ফোনে মর্গ্যান বললেন, “ফেডারেশন কাপ ফাইনালেও তো অর্ণব আর রাজু খেলেছিল। রবিবারের ম্যাচে মনে হয়না কোনও অসুবিধা হবে। রাজু ভাল ফুটবলার। সুযোগ পাচ্ছিল না। আমার ধারণা ম্যাচে ওর থেকে অনেক বেশি কিছু পাওয়া যাবে।”
শনিবার সকালে অনুশীলনের পরে বিকেলে সদলবলে ইউনাইটেড-পুণে এফসি ম্যাচ দেখতে বালেওয়ারি স্টেডিয়াম গিয়েছিলেন মর্গ্যান। ডেরেক পেরেরার দলের আক্রমণাত্মক ফুটবল দেখে বেশ উচ্ছ্বসিত তিনি। তবে তাঁর চিন্তার কোনও কারণ নেই। মুম্বই এফসি দলে পুণে এফসি-র মতো ঝাঁঝ নেই। কাঁটা বলতে একটাই ইউসুফ ইয়াকুবু। ইউনাইটেডের হার্নান্ডেজের মতো কোনও পুলিশ মার্কিং না রাখলেও জোনাল মার্কিং থাকছে তাঁর জন্য। সতর্ক লাল-হলুদের ব্রিটিশ কোচ বলছিলেন, “আই লিগে কোনও দল ছোট নয়। মুম্বই এফসি খুব আক্রমণাত্মক ফুটবল খেলে। গতি বাড়িয়ে গোল করার চেষ্টা করে। আমার মাঝমাঠকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। যাতে কাউন্টার অ্যাটাকে গোল করা যায়।”
আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে শুধু মুম্বই এফসি ম্যাচ নয়, পরের পৈলান অ্যারোজ ম্যাচেও জিততে হবে ইস্টবেঙ্গলকে। কেননা ডেম্পো আর চার্চিল তো এগোচ্ছেই, শনিবার ইউনাইটেডকে হারিয়ে পুণে এফসি-ও টপকে গেল মর্গ্যানের দলকে। ইস্টবেঙ্গলের জন্য সুখবর, ওপারার কার্ড সমস্যা ছাড়া পুরো দলই পাচ্ছেন মর্গ্যান। গোলে প্রত্যাবর্তন করতে পারেন অভিজিৎ মণ্ডলও। মাঝমাঠে পেন-মেহতাব জুটির দু’পাশে ইসফাক, হরমনজিৎ সিংহ খাবরা। ফরোয়ার্ডে চিডি-মননদীপ। মর্গ্যান বলছিলেন, “এখান থেকে পয়েন্ট নষ্ট হলে অনেকটাই পিছিয়ে পড়ব। যে করেই হোক আমাদের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলতে হবে।” এ দিকে, পেনদের উদ্বুদ্ধ করতে রবিবার সকালেই পুণে যাচ্ছেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।
|