প্রিয়দর্শিনী রক্ষিত • মুম্বই |
মহেন্দ্র সিংহ ধোনির টি-টোয়েন্টির মুকুট রক্ষা নয়।
বেঙ্গালুরুতে শাহিদ আফ্রিদিদের ঢুকে পড়াও নয়।
শনিবাসরীয় মুম্বইয়ের ক্রিকেটমহলে যাঁকে নিয়ে জল্পনা চলল, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি খেলছেন না। তিনি— সচিন তেন্ডুলকর, পাকিস্তানের বিরুদ্ধে দু’টো টি-টোয়েন্টি ম্যাচেও নেই। কিন্তু আরবসাগরের পারে রবিবারের পাকিস্তানের দল নির্বাচনী সভার আগে যাবতীয় আর্কষণের কেন্দ্রবিন্দুতে তো সেই সাড়ে পাঁচ ফুটের ক্রিকেটসম্রাটই এসে দাঁড়াচ্ছেন।
সচিন তেন্ডুলকর পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে খেলবেন? নাকি সেটাও নয়?
ঘণ্টায়-ঘণ্টায় পাল্টে যাচ্ছে জল্পনার রং। নাগপুর টেস্টের শেষ দিন কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়ার পর থেকে যে গুঞ্জনের শুরু। কোথাও ব্রেকিং চালানো হচ্ছে, সচিন নির্বাচকদের জানিয়ে দিয়েছেন তিনি খেলতে চান। কোথাও বা আবার বলা হচ্ছে, ‘সচিনের ওয়ান ডে কেরিয়ার বোধহয় শেষই হয়ে গেল’। ঘটনা হল, নির্বাচকদের এখনও ‘খেলব না’ বলে কিছু জানাননি সচিন। আবার ‘খেলব’ সেটাও বলেননি। সাধারণত, কোনও সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিতে হলে নির্বাচকদের সেটা সচিন জানিয়ে থাকেন। এ বার যেহেতু সেটা ঘটেনি, তাই তাঁকে ধরে নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে টিম বাছতে বসবেন নির্বাচকরা। সচিন শেষ ওয়ান ডে খেলেছেন, গত মার্চে। ঢাকার এশিয়া কাপে। যেখানে এসেছিল তাঁর শততম আন্তর্জাতিক সেঞ্চুরি।
|
নজরে আরও যাঁরা |
• জাহির খান: নির্বাচন নিয়ে সংশয়ের কাঁটা। ফিটনেস রিপোর্ট এখনও পড়েনি।
• বীরেন্দ্র সহবাগ: দলে ফিরছেন দু’টো ফর্ম্যাটেই।
• অশোক দিন্দা: টি-টোয়েন্টিতে থাকবেন, ওয়ান ডে-তে? |
|
সচিনকে নিয়ে জল্পনা থাকলে, জাহিরকে নিয়ে আবার থাকছে প্রশ্ন। ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টো টি-টোয়েন্টিতে জাহির খানকে ছেঁটে ফেলেছিলেন নির্বাচকরা। এক যুগ ধরে ভারতের পেস ব্যাটারির দায়িত্ব সামলানোর পর জাহির রঞ্জি ট্রফিতে নেমেছেন। নিজের ফিটনেস, পারফরম্যান্সের প্রমাণ দিতে। খেলছেন মধ্যপ্রদেশের বিরুদ্ধে। কিন্তু তাতে কতটা চিঁড়ে ভিজবে, সন্দেহ। নির্বাচকদের মনোভাব তাঁকে নিয়ে অনেকটা এ রকম: নিজেকে ফিট দেখাতে অনেক পেসারই রঞ্জিতে নেমে পড়ে। কিন্তু তার পর দেখা যায় চোট যে কে সেই আছে। জাহিরের ফিটনেস রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি বোর্ডের কাছে। তা ছাড়া প্রথম দিনে জাহির বোলিং করারও সুযোগ পাননি, মুম্বই ব্যাট করায়। তাঁর ফিটনেস সার্টিফিকেট রবিবার জমা পড়ার কথা। এবং তাই, জাহিরের নির্বাচন নিয়ে সংশয়ের কাঁটা থাকছেই।
সংশয় নেই একজনকে নিয়ে। রবিবার একই সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে দু’টো টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে-র টিম বাছা হবে। দু’টো ফর্ম্যাটেই ফিরছেন সহবাগ। নির্বাচকরা চাইছেন সীমিত ওভারের ক্রিকেটে দেশের তরুণ পেসারদের বেশি সুযোগ দিতে। পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অশোক দিন্দার থাকা মোটামুটি নিশ্চিত। পুণে-তে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংও করেছেন দিন্দা। আফ্রিদিদের বিরুদ্ধে ওয়ান ডে-তেও তাঁকে রাখা হয় কি না সেটাই শুধু দেখার। |