রেল স্টেশনে ভাঙচুর ও দুই রেলকর্মীকে মারধরের অভিযোগে তিন ছাত্রকে গ্রেফতার করল আরপিএফ। পরে তাদের রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার আদ্রা-পুরুলিয়া শাখার কুস্তাউর স্টেশনে তারা ভাঙচুর করে বলে অভিযোগ। শুক্রবার পুরুলিয়ার শিমুলিয়াতে জুভেনাইল জাস্টিস বোর্ডের আদালতে তাদের হাজির করানো হলে বিচারক তিন জনকেই ২৪ ডিসেম্বর পর্যন্ত হোমে রাখার নির্দেশ দেন। ওই তিন জন পুরুলিয়া শহরের একটি হাইস্কুলের একাদশ শ্রেণিতে পড়ে। তাদের বাড়ি আদ্রায়। রেল পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন ছাত্র আদ্রা-পুরুলিয়া শাখার কুস্তাউর স্টেশনে দৌরাত্ম্য শুরু করে। তারা স্টেশনের আলো-সহ অন্যান্য রেলের সামগ্রী ভাঙচুর করে। বেণিমাধব বাউরি ও রাজেশ পাঠক নামের দুই রেলকর্মী বাধা দিতে গেলে ওই ছাত্রেরা তাদের মারধর করে। এর পর তারা একটি ট্রেনে উঠে পড়ে। খবর পেয়ে আনাড়া স্টেশনে ট্রেন থেকে আরপিএফ ওই ছাত্রদের মধ্য থেকে তিনজনকে ধরে। বাকিরা পালায়। রেল পুলিশ জানিয়েছে, বাকিদের সন্ধান করা হচ্ছে। তবে ধৃত ছাত্রেরা দাবি করেছে, তারা ওই ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত নয়। স্কুলের তরফেও জানানো হয়েছে, কী ঘটেছে, তা খোঁজ নেওয়া হচ্ছে।
|
স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার হলেন স্বামী। পাত্রসায়র থানার হাটকৃষ্ণনগর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাপি বাউরি। তাঁর স্ত্রী কাজল বাউরি গুরুতর জখম অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সাংসারিক গণ্ডগোলের জেরে কাজলকে তাঁর স্বামী কাটারি দিয়ে কোপ মারে। বৃহস্পতিবার ওই বধূর দাদা বিজয় বাউরি পুলিশের কাছে বাপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সেই রাতেই পুলিশ বাপিকে ধরে। শুক্রবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে, বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। বধূর দাদার অভিযোগ, সাংসারিক অশান্তির জেরে কাজলের উপরে বেশ কিছু দিন ধরেই অত্যাচার করছিল বাপি। সে কারণেই বুধবার রাতে কাটারি নিয়ে সে স্ত্রীর উপর চড়াও হয়। শরীরের নানা জায়গায় আঘাত থাকা অবস্থায় কাজলকে প্রথমে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
|
কলেজের ক্যাম্পাস থেকে মাঝেমাঝেই ছাত্রছাত্রীদের সাইকেল চুরি হচ্ছে, এই অভিযোগ তুলে শুক্রবার পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়ক অবরোধ করলেন হুড়ার লালপুর মহাত্মা গাঁধী কলেজের পড়ুয়াদের একাংশ। শুক্রবার কলেজের গেটের অদূরে দুপুর ১টা থেকে কিছু ক্ষণ অবরোধ করেন তাঁরা। তাঁদের অভিযোগ, কলেজের মধ্যে থেকে প্রায়ই সাইকেল উধাও হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েও ফল হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিঙ্করকুমার ঘোষ বলেন, “বিষয়টি নজরে আসতেই নোটিস দিয়ে ছাত্রছাত্রীদের অফিসের বাইরে সাইকেল রাখতে বলেছি।”
|
দু’দিন ধরে নিখোঁজ থাকা এক বধূর দেহ ভেসে উঠল পুকুরের জলে। ভারতী মাঝি (৩৫) নামের ওই বধূর বাড়ি আদ্রার জীবনপুর গ্রামে। শুক্রবার দুপুরে দেহটি উদ্ধার করে পুলিশ। |