আই লিগ টেবিলের চার নম্বর দল পুণে এফসি যখন আগের ম্যাচে ডেম্পোকে ৫-১ উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে তখন পাঁচ নম্বর ইউনাইটেড স্পোর্টস আগের ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েও নিশ্চিন্ত নয়।
কেন? ডেরেক পেরিরার দলের বিরুদ্ধে নেই বেলো এবং কার্লোস। প্রথম জন ইস্টবেঙ্গল ম্যাচে ওপারার সঙ্গে মারামারিতে জড়িয়ে সাসপেনশনে। কোস্তারিকান বিশ্বকাপার কার্লোস ম্যাচ ফিট নয়। উল্টো দিকে জেমস মোগা, ডুহু পিয়ের, জেজে, আরাতারা ছন্দে। শনিবার বালেওয়াড়ি স্টেডিয়ামে ডাচ কোচ সাতোরির মুখোমুখি হওয়ার আগে তাই পুণে কোচের মুখে হাসি। ফোনে বললেন, “ওদের দু’জন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই। যেটা আমাদের প্লাস পয়েন্ট। কিন্তু সুব্রত, গৌরমাঙ্গী, র্যান্টি আছে।” পুণে এফসি-তে অতীতে খেলার সুবাদে ডেরেকের ছক জানা ইউনাইটেড গোলকিপার সুব্রত পালের। তাঁরা ব্যাকফুটে কি না জানতে চাইলে ফোঁস করে উঠলেন। “মানছি আমাদের দু’জন গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই। কিন্তু যারা খেলবে তারা তো বিপক্ষকে হেঁটে হেঁটে গোল করতে দেবে না।”
শুক্রবার বিকেলে অনুশীলনের পর ফুটবলারদের ফুরফুরে রাখতে টেবল টেনিস খেলিয়েছেন ইউনাইটেডের ডাচ কোচ সাতোরি। বেলোর জায়গায় অনুপম আর কার্লোসের বিকল্প হিসাবে লালকমল বিশেষ দায়িত্ব পাচ্ছেন সাতোরির ছকে। এগারো ম্যাচে তাঁর দলের পয়েন্ট ১৭। প্রতিপক্ষ পুণে এফসি এক ম্যাচ কম খেলে ২০। খেতাবের দৌড়ে থাকতে দু’দলের কাছেই তিন পয়েন্ট মহার্ঘ। |
শনিবারে
আই লিগ- ইউনাইটেড স্পোর্টস-পুণে এফসি (পুণে, ৬-৩০)
পৈলান অ্যারোজ-ডেম্পো (যুবভারতী, ২-০০)
ওএনজিসি-লাজং এফসি (দিল্লি)। |