টুকরো খবর |
একশো পাতার ব্যাখ্যা বাগানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
ফের চোটের কবলে। |
ফেডারেশন নিযুক্ত এক সদস্যের বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় কমিটির কাছে শুক্রবারই নিজেদের লিখিত বক্তব্য পেশ করল মোহনবাগান। সচিব অঞ্জন মিত্র জানিয়েছেন, একশো পাতার সেই লিখিত বয়ানে শতাব্দী প্রাচীন ক্লাবের তরফে বিশদে জানানো হয়েছে, কী পরিস্থিতিতে ৯ ডিসেম্বরের বিতর্কিত ডার্বি ম্যাচে মোহনবাগান দ্বিতীয়ার্ধে মাঠে নামতে চায়নি। এর সঙ্গে সে দিনের যুবভারতীর নিরাপত্তাহীনতার ভিডিও ক্লিপিংস ঠাসা দু’টি সিডিও পাঠানো হয়েছে বলে খবর। এ দিকে, এ দিন সকালের অনুশীলনে ফের চোট পেলেন টোলগে। ফানাইয়ের সঙ্গে সংঘর্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান অস্ট্রেলীয় স্ট্রাইকার। ক্লাব সূত্রে খবর, টোলগের চোট গুরুতর নয়।
|
টি-টোয়েন্টিতে ঋদ্ধির ১৯৬
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মাত্র চারটে রান। আর তা হলেই কি না স্থানীয় ক্রিকেটের টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি করে ফেলতেন ঋদ্ধিমান সাহা! অবিশ্বাস্য হলেও সত্যি। চলতি জে সি মুখোপাধ্যায়র টুর্নামেন্টে শিবপুরের বিরুদ্ধে এমন কাণ্ডই ঘটিয়ে ফেলেছিলেন ঋদ্ধি। মাত্র ৬৭ বলে ১৯৬! তা-ও টি-টোয়েন্টিতে! ইনিংসে মাত্র ন’টা চার, কিন্তু ছক্কার সংখ্যা? তেইশ! মাত্র পঁচাশি মিনিট ক্রিজে থেকে ঋদ্ধি যা করে গেলেন, তা হালফিলে কখনও ঘটেছে বলে ময়দান মনে করতে পারছে না। ঋদ্ধিমান ও লক্ষ্মীরতন শুক্লের (৩৫ বলে ৭৩) দাপটে মোহনবাগান ২০ ওভারে তুলল ২৯১-৪। শিবপুরের (২০ ওভারে ১০৪-৪) বিরুদ্ধে জিতল ১৮৭ রানে। ইস্টবেঙ্গলও (২০ ওভারে ২৫০-৫) ১০২ রানে জিতল রাজস্থানের বিরুদ্ধে (২০ ওভারে ১৪৮-৮)।
|
সরলেন গুরবক্স
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘ ১৬ বছর বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন (বিএইচএ)-এর সচিবের দায়িত্ব পালনের পর অবশেষে পদ ছাড়লেন প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিংহ। নতুন সচিব সলিল বসু। সভাপতি গৌতমমোহন চক্রবর্তী। এ দিনই বিএইচএ-র নবগঠিত কার্যকরী সমিতি ঘোষিত হয়। বিদায়ী সচিব গুরবক্স পালন করবেন সহ-সভাপতির দায়িত্ব।
|
রানার্স বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাজ্য প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়ায় দলগত ভাবে চ্যাম্পিয়ন হল মুর্শিদাবাদ। তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। ১৮ পয়েন্ট পেয়ে বর্ধমান ও হুগলি যুগ্ম রানার্স। ১৫ পয়েন্ট পেয়ে দক্ষিণ ২৪ পরগনা তৃতীয়। বর্ধমানের দলে ছিল ১৩ জন করে ছেলে ও মেয়ে। রমেশ মুন্ডা ১টি সোনা ও ২টি রুপো পায়। বিনোদ মান্ডি ও সোম হাঁসদা রুপো, সুমাই মান্ডি ব্রোঞ্জ পায়।
|
মারাদোনা হয়তো ইরাক কোচ |
ইরাকের জাতীয় দলের কোচ হতে চলেছেন দিয়েগো মারাদোনা। এমন খবর দিয়েছেন আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের এক কর্তা। তিনি মনে করেন, মারাদোনাই এই পদের সবচেয়ে সম্ভাবনাময় দাবিদার। দু-একদিনের মধ্যেই নাকি মারাদোনার সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলবে ইরাক ফুটবল সংস্থা। সে দেশের ফেডারেশনের শীর্ষকর্তারা, হারনান তোফানি নামের ওই কর্তা জানিয়েছেন এই খবর। গত জুলাইয়ে দুবাইয়ের ক্লাব আল ওয়াসল কোচের পচ থেকে সরিয়ে দিয়েছিল মারাদোনাকে। ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর আর্জেন্তিনার কোচের পদ হারিয়েছিলেন মারাদোনা।
|
সানিয়ার ন’ঘণ্টা নাচ |
টিভিতে নাচের রিয়্যালিটি শো-এর শুটিংয়ে সানিয়া মির্জা সব মিলিয়ে ন’ঘণ্টার মতো নাচলেন। এই রিয়্যালিটি শো-এ ভারত-পাক সেলিব্রিটি দম্পতি সানিয়া-শোয়েব মালিক জুটির নাচ দেখা যাবে টিভিতে। দু’বছর আগে তাঁদের বিয়ের ‘সঙ্গীত’ অনুষ্ঠানে এক সঙ্গে নেচেছিলেন সানিয়া-শোয়েব। কিন্তু সর্বসমক্ষে টিভি চ্যানেলের অনুষ্ঠানে এই অভিজ্ঞতা তাঁদের প্রথম। সানিয়া জানাচ্ছেন, তাই বেশ নার্ভাস ছিলেন তিনি। বারবার ভুলে যাচ্ছিলেন নাচের স্টেপ। বরং তাঁর স্বামী শোয়েবকে অনেক স্বচ্ছন্দ দেখিয়েছে নাচের ফ্লোরে। “দুজনে মিলে প্রচুর রিহার্সাল করলেও আসল শো-এ তালমিল রাখাটা কঠিন হচ্ছিল। তবে আমরা চেষ্টা করেছি। আশা করি সবাইকে আনন্দ দিতে পারব।”
|
বক্সিং ডে টেস্টে বিক্ষোভ |
শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ক্রিকেট সিরিজ বন্ধ করে দেওয়ার দাবিতে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীন প্রতিবাদ জানাবে সেখানকার তামিল সংখ্যালঘু প্রতিনিধিরা। বিক্ষোভকারীদের প্রধান মাল বালার দাবি, ২০০৯-এর গৃহযুদ্ধে ঘটা সমস্ত অপরাধমূলক কার্যকলাপের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এই তদন্তের সিদ্ধান্ত যত দিন না নেওয়া হয়, তত দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট সিরিজ বন্ধ করুক অস্ট্রেলিয়া। বিক্ষোভ সে জন্যই।
|
আইপিএলের কারণে পিছিয়ে গেল সিরিজ |
আইপিএলে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলা নিশ্চিত করতে পিছিয়ে দেওয়া হল শ্রীলঙ্কা দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। আগামী মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কার। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের জনসংযোগ কর্তা ইমরান খান এ দিন বলেছেন, “আইপিএলের জন্যই সফর পিছোনো হল।” গোটা ঘটনায় ভারতীয় বোর্ডের একটা হাত দেখছেন কেউ কেউ। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন আর শ্রীলঙ্কা রানার্স আপ দল।
|
জরিমানা দেবেন ওপারা |
আই লিগের মুম্বই এফসি ম্যাচ খেলতে শুক্রবারই পুণে পৌঁছল ইস্টবেঙ্গল। ফেডারেশনের নির্বাসনে থাকায় এই ম্যাচে পাওয়া যাবে না ওপারাকে। ইউনাইটেডের বেলোর মতোই ওপারার পাঁচ হাজার টাকা জরিমানা হয়। বেলোর ক্ষেত্রে তাঁর ক্লাব ইউনাইটেড জরিমানার টাকা দিলেও, লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার জানাচ্ছেন, জরিমানার টাকা দিতে হবে ওপারাকেই।
|
এশীয় হকিতে ভারতের ৪ গোল |
দোহায় চিনকে ৪-০ হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি অভিযান শুরু করল ভারত। ১৩ মিনিটে এস ভি সুনীল গোল দলকে এগিয়ে দেন। সাত মিনিট পর ব্যবধান বাড়ান রঘুনাথ। ৫২ মিনিটে নিচু ফ্লিকে ৩-০ করেন সেই রঘুনাথই। শেষ গোলটি করেন বিমল লাকরা।
|
|