সাতাত্তরের গৌতমের দশা
হবে না তো রোনাল্ডোর
চ্যাম্পিয়ন্স লিগে এ বার প্রি-কোয়ার্টারেই অন্তত এমন তিনটে ম্যাচ লটারিতে পড়ে গিয়েছে যেগুলো ফাইনালে হলেও অন্যায্য হত না। ম্যান ইউ-রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা-এসি মিলান। আর্সেনাল-বায়ার্ন। ভাবাই যায় না, ছ’টা বাঘের মধ্যে তিনটের ‘মৃত্যু’ ঘটবে কোয়ার্টার ফাইনালের আগেই! টুর্নামেন্টের তিন-চতুর্থাংশ বাকি থাকতেই!
স্বাভাবিক ভাবেই (ফার্গুসনও শুনছি বলেছেন) সেরা লড়াইগুলোর মধ্যেও সেরা যুদ্ধ ম্যান ইউ-রিয়ালে। তবে আমি সমান আগ্রহ নিয়ে দেখব শাখতার-বরুসিয়া। কিংবা, সেল্টিক-জুভেন্তাস। বরুসিয়া বুন্দেশলিগা চ্যাম্পিয়ন। একটা তরুণ ফোর্স আছে দলটায়। আবার স্কটিশ ক্লাব সেল্টিক এ বার গ্রুপে বার্সেলোনাকে হারিয়েছে। মেসি-জাভিরা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে হারছে দেখাটা কিন্তু বিরল ব্যাপার। ভ্যালেন্সিয়ার সঙ্গে প্যারিস সাঁ জা-র ম্যাচটার দিকেও তাকিয়ে থাকব। শুধু ইব্রাহিমোভিচ-ম্যাজিক দেখার জন্যই।
তবে শুরুতেই যে তিনটে মহাম্যাচের কথা লিখেছি, সেগুলো দেখতে তো সবার মতো আমিও গোটা রাত জাগব। ম্যান ইউ ছাড়ার পরে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমবার নেমে রোনাল্ডো কেমন খেলে দেখার জন্য মুখিয়ে আছি। মনে আছে, সাতাত্তরে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে এসে সুধীরদা, গৌতম, শ্যামরা তিনজন লিগে প্রথম ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়ে কী প্রচণ্ড চাপে ছিল। রোনাল্ডো অবশ্য প্রথম ম্যাচটা পাচ্ছে রিয়ালের হোম গ্রাউন্ড বের্নাবৌতে। ফলে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি ম্যাচে পুরোনো টিমের বস ফার্গুসনের কব্জায় পড়ার আগে গৌতমদের মতো ‘প্রথমবারের’ ভয়াবহ চাপটা রোনাল্ডোর ওপর হয়তো থাকবে না। তবে ওল্ড ট্র্যাফোর্ডে নামার সময়ও বেশ ভালই চাপে থাকবে।
সব মিলিয়েও লড়াইটায় আমার মতে রিয়াল ফেভারিট। রুনিদের টিমে এ বার একঝাঁক নতুন ছেলে। যাদের পারফরম্যান্স সামাল দিতে মাঝেমধ্যে গিগসের মতো বুড়োকেও দরকার পড়ছে ফার্গুসনের। তুলনায় রিয়ালে একাধিক ম্যাচ উইনার। দক্ষ প্লেয়ারের সংখ্যা বেশি। তার ওপর মোরিনহোর মতো দুর্দান্ত ট্যাকটিসিয়ান। মোরিনহো কিন্তু চেলসি, বার্সেলোনার কোচ হিসেবে ফার্গুসনের ম্যান ইউকে হারিয়েছেন। ফলে ম্যান ইউয়ের চুইংগাম চিবোনো বস-এর ওপরও যথেষ্ট চাপ থাকবে। তবে ম্যাচটার আড়াই মাসেরও আগে থাকতে ম্যান ইউয়ের মাইন্ডগেম শুরু হয়ে গিয়েছে রিয়ালের বিরুদ্ধে। ইন্টারনেট ঘেঁটে দেখলাম, রিও ফার্দিনান্দ ‘পুরোনো বন্ধু ক্রিশ্চিয়ানো তোমাকে স্বাগত’ লিখে টুইট করেছে। ফার্গুসন ইন্টারভিউ দিয়েছেন, “রোনাল্ডোর মতো ভাল ছেলে হয় না, ওকে এখনও মিস করি।” আসলে এগুলো সব বিপক্ষের ওপর চাপের খেলা।
বাসের্লোনাকে আবার দেখার ওদের ক্যানসারাক্রান্ত কোচ তিতো ভিলানোভার অভাব কতটা মানসিক এবং টেকনিক্যালি কাটিয়ে উঠতে পারে। তবে বার্সায় এত বেশি সংখ্যায় ব্যক্তিগত চূড়ান্ত দক্ষতাসম্পন্ন ফুটবলার আছে যে, ওদের কোচ না থাকলেও বিরাট কোনও সমস্যা হওয়ার কথা নয়। রোবিনহোদের এসি মিলান কিন্তু আস্তে আস্তে সেরি এ-তে নিজেদে গুছিয়ে নিয়েছে। বড় ম্যাচে ধারাবাহিক ভাল খেলার নজির ওদের মতো কিন্তু বিশ্বে কম টিমেরই আছে। বায়ার্ন-আর্সেনাল বিগ ম্যাচ হলেও আর্সেনাল এ মরসুমে খুব খারাপ খেলছে। অনেক দিন পরে এ সপ্তাহে প্রিমিয়ার লিগে বড় জয় পেল। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের দল গতবারের ফাইনালিস্ট বায়ার্নের বিরুদ্ধে পরিষ্কার আন্ডারডগ।

নক আউট যুদ্ধে
রিয়াল মাদ্রিদ : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
এসি মিলান : বার্সেলোনা
আর্সেনাল : বায়ার্ন মিউনিখ
সেল্টিক : জুভেন্তাস
ভ্যালেন্সিয়া : প্যারিস সাঁ জাঁ
শাখতার ডোনেস্ক : বরুসিয়া ডর্টমুন্ড
পোর্তো : মালাগা
গালাতাসারে : শালকে
(প্রথম তারিখ প্রথম দলের হোম ম্যাচ। দ্বিতীয় তারিখ সেই দলের অ্যাওয়ে ম্যাচ)
(সব ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১-১৫)

প্রি-কোয়ার্টারের টক-ঝাল-মিষ্টি
• ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস অ্যালেক্স ফার্গুসনের চোখে এই রাউন্ডের ‘দ্য ম্যাচ’ রিয়াল বনাম ম্যান ইউ।
• ৯ বছর পর এই দু’দল চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে।
• ৩ বছর আগে আট কোটি ডলারে ম্যান ইউ ছেড়ে রিয়ালে সই করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই প্রথম ওল্ড ট্র্যাফোর্ডে খেলবেন।
• রোনাল্ডো বলছেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে যদি গোল করি তা হলে সেলিব্রেট করব না।”
• ৩ বছর পর ইউরোপের অন্যতম দুই সেরা কোচ ফার্গুসন ও মোরিনহোর ফুটবলবুদ্ধির ফের লড়াই। ফার্গির রসিকতা, “ওর জন্য ভাল ওয়াইনের বন্দোবস্ত রাখতে হবে।”
• বার্সেলোনা গত চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ও নক আউট মিলিয়ে চারবার এসি মিলানের বিরুদ্ধে খেলার পর মেসি বনাম রোবিনহো-র দলের লড়াই এ বারও।
• আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল নক আউটের লটারিতে ইদানীং শক্তিশালী দলের সামনে পড়ার পরম্পরা রেখে গতবারের ফাইনালিস্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.