|
|
|
|
বিমানের ডানায় ঈগলের ধাক্কা, জানলেন না যাত্রীরা |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
উপর থেকে তখন নজরে আসছে রানওয়ে। নামার জন্যও তৈরি জেটলাইটের বিমান। ভিতরে সস্ত্রীক কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের দুই মন্ত্রী, অসম এবং অরুণাচলের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ১৪১ জন যাত্রী। সেই সময় হঠাৎ, বাঁ দিকের ডানায় মৃদু ধাক্কা! প্রমাদ গুণলেন চালক। এক বিশাল ঈগলের গুঁতোয় জখম হয়েছে বিমানের ডানার একটি ভাঁজ খোলা পাত। ডিব্রুগড় বিমানবন্দরে জরুরি অবতরণের বার্তা গেলেও, বিমানের ভিতরে ‘হাই-প্রোফাইল’ যাত্রীদের কিচ্ছু জানতে দেননি চালক বা অন্য বিমানকর্মীরা। শেষ পর্যন্ত ভালয় ভালয় বিমানটি নেমে আসে রানওয়েতে। ওই বিমান নিয়েই ফিরতি উড়ানের জন্য
তৈরি ছিলেন চালকও। কিন্তু ইঞ্জিনিয়াররা আর ঝুঁকি নেননি। বাতিল হয় পরের উড়ান।
আমদাবাদ থেকে দিল্লি ও গুয়াহাটি হয়ে ডিব্রুগড় আসছিল জেটলাইটের বিমানটি। গুয়াহাটি থেকে বিমানে ওঠেন কেন্দ্রীয় উত্তর-পূর্ব বিকাশমন্ত্রী পবনসিংহ ঘাটোয়ার এবং তাঁর স্ত্রী তথা রাজ্যের সংসদীয় সচিব জীবনতারা ঘাটোয়ার, অসমের রাজস্ব মন্ত্রী পৃথ্বী মাঝি, সংস্কৃতি মন্ত্রী প্রণতি ফুকন, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশব গগৈ এবং তাঁর স্ত্রী এবং সস্ত্রীক অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুট মিথি। বিমানটি নির্বিঘ্নেই গুয়াহাটি থেকে ‘টেক অফ’ করে। সমস্যা হয় নামার সময়ে। ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দর সূত্রের খবর, অবতরণের সময় ঈগলের ধাক্কা লাগে বিমানের বাঁ ডানায়। চালক জরুরি অবতরণের বার্তা পাঠান। সেই মতো তৈরি থাকে দমকল, উদ্ধারকারী দল, অ্যাম্বুল্যান্স। দুপুর দেড়টা নাগাদ নিরাপদেই নেমে আসে বিমান। ভিতরে থাকা ভিভিআইপিরা বাড়ি পৌঁছবার আগে কিছুই জানতে পারেননি।
পরে প্রণতিদেবী বলেন, “কিছু একটা যান্ত্রিক ত্রুটির কথা শুনছিলাম। তবে, বিমানের ভিতরে কোনও ঘোষণা হয়নি। কেউ ভাবতেই পারিনি এত বড় সমস্যা হয়েছে। বাড়ি আসার পরে, টিভি দেখে, শুভাকাঙ্খীদের ফোন পেয়ে জানতে পারি কী ঘটেছিল।” পৃথ্বী মাঝি বলেন, “ফ্লাইট ইঞ্জিনিয়ারকে ডাকার জন্য একবার ঘোষণা
হয়েছিল বটে, তাতে পাত্তা দিইনি কেউ। পরে বুঝলাম, বড় বাঁচা
বেঁচে গিয়েছি।”
ফিরতি বিমানের যাত্রী ছিলেন সাহিত্যিক হোমেন বরগোহাঞি। তিনি জানান, ডিব্রুগড় বিমানবন্দরে জেটলাইটের ওই বিমানের মধ্যে
যাত্রীরা বসেও পড়েছিলেন। কিন্তু ডানা পরীক্ষার পরে ইঞ্জিনিয়াররা বিমানটিকে ওড়ার অনুমতি দেননি। আর তার পরেই নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তাঁদের টিকিটের মূল্য ফেরত দিয়ে দেওয়া হয়। |
|
|
|
|
|