|
|
|
|
জঙ্গি ধরতে গুগলের সাহায্য চায় এনআইএ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মাওবাদীদের সঙ্গে মণিপুরি জঙ্গি সংগঠন পিএলএ-র যোগসাজশের বিষয়ে আরও বিশদে জানতে গুগল কর্তৃপক্ষকে চিঠি পাঠাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
মাওবাদী নেতা ও পিএলএ নেতাদের অধিকাংশই জি-মেল ব্যবহার করে থাকে। তাই ‘দ্বিপাক্ষিক আইনগত সাহায্য চুক্তি’ অনুযায়ী গুগল-এর ক্যালেফোর্নিয়া সদর দফতরের দ্বারস্থ হয়েছেন এনআইএ গোয়েন্দারা। বিশেষ করে, পিএলএর বিদেশ বিভাগের প্রধান এন দিলীপ সিংহ, সহকারী প্রধান সেনজাম ধীরেন সিংহ, তথ্য-প্রচার সচিব আর্নল্ড সিংহ, ভিন রাজ্যে যোগাযোগ রক্ষাকারী নেতা ইবোতোম্বি এবং মাওবাদী নেতা পল্লব বরবরা, ইন্দ্রনীল চন্দের ই-মেলগুলি সম্পর্কে বিশদে জানতে চাওয়া হয়েছে।
ইন্দ্রনীলকে এ বছর এপ্রিল মাসে কলকাতা থেকে গ্রেফতার করে এনআইএ। আর্নল্ডও এপ্রিলে শিলিগুড়ি থেকে ধরা পড়ে। ইবোতোম্বি মে মাসে ওড়িশায় গ্রেফতার হয়। দিলীপ সিংহ, ধীরেন সিংহকে ২০১১ সালের অক্টোবর মাসে দিল্লিতে গ্রেফতার করে পুলিশ। বাংলার মাওবাদীদের সঙ্গে অসমের সংগঠন ও ডিমাপুরের অস্ত্র কারবারিদের যোগাযোগ বজায় রাখত পল্লব। ইন্দ্রনীল ছিল মাও ও পিএলএ-র মধ্যে সেতু। ধীরেন, আর্নল্ডরা মূলত অস্ত্র সরবরাহ ও ভিন রাজ্যে মাওবাদীদের অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণের বিষয়গুলি দেখভাল করত।
জেরায় ধৃতদের কাছ থেকে খুব বেশি তথ্য জানা যায়নি। তাই দুই তরফে কী কী অস্ত্র ও অন্যান্য সরঞ্জামের আদান-প্রদান হয়েছে, কোন পথে অস্ত্র সরবরাহ হয়, কোথা থেকে অস্ত্র কেনা হয় এবং আর কারা এই চক্রে জড়িত তা জানতে ধৃতদের ই-মেল ঘাঁটা আবশ্যক বলে মনে করছেন গোয়েন্দারা।
তবে তাঁদের আশঙ্কা, ইতিমধ্যেই মাওবাদী-পিএলএ বাহিনী অন্যান্য সদস্যদের মেল আইডি থেকে সব তথ্য সরিয়ে ফেলেছে। |
|
|
|
|
|