|
|
|
|
এন্টালি ওয়ার্কশপে বিক্ষোভ শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা |
এন্টালি ওয়ার্কশপের কাজ বহিরাগতকে দিয়ে করানো যাবে না, এই দাবিতে শুক্রবার দিনভর বিক্ষোভ দেখালেন শ্রমিকদের একাংশ। অভিযোগ, তাঁদের বসিয়ে বেশি টাকা দিয়ে বাইরে থেকে কাজ করানো হচ্ছে। প্রতিবাদে এ দিন তাঁরা ওয়ার্কশপ থেকে জঞ্জাল অপসারণের কন্টেনার বানানোর কাঁচা মাল নিতে আসা সংস্থার গাড়ি আটকে রাখেন। যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “অভিযোগ মিথ্যা। বরং ওয়ার্কশপের থেকে অনেক কম দামে মাল কেনা হচ্ছে। অনুমতি নিয়েই বেসরকারি ওই সংস্থা পুরসভার থেকে কাঁচামাল নিয়ে কন্টেনার বানাচ্ছে।” |
অফিসারদের ঘিরে চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র |
মেয়র বলেন, “বাইরে থেকে কন্টেনার কিনতে খরচ হয় ৭২ হাজার টাকা। কাঁচামাল দিয়ে বাইরে থেকে বানাতে ৬০ হাজার টাকা (কাঁচা মালের দাম-সহ)। একই জিনিস বানাতে ওয়ার্কশপে খরচ হয় ২ লক্ষেরও বেশি।” তাই বাইরে থেকে বানানোর সিদ্ধান্ত। সংস্থাটি ১০টি কন্টেনার সরবরাহ করেছে। এ দিন তারা আরও ২০টির জন্য কাঁচামাল নিতে আসে। অভিযোগ, সংস্থার গাড়ি আটকে শ্রমিকেরা ফয়সালা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ নিয়ে কমিশনারকে কড়া পদক্ষেপ করতে বলেন মেয়র। পুলিশ পাঠাতে বলা হয়। মেয়রের নির্দেশে যান ডিজি (মেকানিক্যাল)-সহ ওয়ার্কশপের একাধিক অফিসার। গাড়িটি ছাড়ার অনুরোধ মানেননি শ্রমিকেরা। মেয়র জানান, অফিসারদের ঘেরাও করা হয়।
শ্রমিকদের অভিযোগ, যন্ত্রপাতি, কাঁচামাল ও দক্ষতা সত্ত্বেও তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। তাঁদের আশঙ্কা, ওয়ার্কশপ বন্ধ করতে চান কর্তৃপক্ষ। যদিও মেয়র বলেন, “ওঁরা অপপ্রচার চালাচ্ছে। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে।” |
|
|
|
|
|