সুন্দরবন দিয়ে হানার ছক, নৌকার দায়িত্বে মিজানুর |
আরবসাগর পাড়ি দিয়ে মুম্বইয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তার আগে, একই ভাবে সুন্দরবন উপকূল দিয়ে ভারতে ঢুকে ২৬/১১-র মতোই বড়সড় হামলার ছক কষা হয়েছিল বলে গোয়েন্দাদের সন্দেহ। এবং সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা ছিল প্রিন্সেপ ঘাটে ধরা পড়া হুজি-জঙ্গি মিজানুর রহমান। ওই হামলার জন্য বঙ্গোপসাগর পাড়ি দিতে মোটরচালিত নৌকা বা ভুটভুটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। পশ্চিমবঙ্গে হুজি-র চাঁই মিজানুর খাদিম-কর্তা পার্থসারথি রায়বর্মনকে অপহরণ ছাড়াও একাধিক নাশকতার ঘটনায় অভিযুক্ত। ওই জঙ্গি সংগঠনে তার গুরুত্ব কতটা, ওই ভুটভুটি তৈরির ভার পাওয়ার ঘটনাতেই সেটা প্রমাণিত বলে মনে করছেন গোয়েন্দারা। তাঁদের দাবি, জেরার মুখে মিজানুর জানিয়েছে, খুররম খৈয়াম ওরফে নাটা তাকে ওই ভুটভুটি তৈরির জন্য টাকা দিয়েছিল। ওই নাটা খাদিম-কর্তা অপহরণ ও আমেরিকান সেন্টারের সামনে জঙ্গি হামলার ফেরার আসামি। মিজানুর জানিয়েছে, নাটা তাকে বলেছিল, বসিরহাটের সুন্দরবন উপকূল ধরে ওই ভুটভুটি বাংলাদেশের সুন্দরবনে যাবে এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েক জনকে নিয়ে ওই পথেই ফিরবে। কিন্তু পুলিশি তৎপরতার খবর পেয়ে সে-যাত্রায় ভুটভুটি তৈরির কাজ মাঝপথে বন্ধ রেখে মিজানুর ফের বাংলাদেশে ঢুকে পড়ে।
|
মহিলা সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার গ্রেফতার হল এক ব্যক্তি। পুলিশ জানায়, ধৃত ব্যক্তি শেক্সপিয়র সরণি এলাকায় একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থার অফিসে উচ্চপদে কর্মরত। কয়েক দিন যাবৎ অফিসেই ওই মহিলার শ্লীলতাহানি করছিলেন বলে অভিযোগ উঠেছে। এ দিন সকালে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
|
স্কুলের বারান্দা থেকে পড়ে জখম হল নবম শ্রেণির এক ছাত্র। শুক্রবার, ফুলবাগানে। পুলিশ জানায়, পরীক্ষায় অকৃতকার্য হয়ে ওই ছাত্র বারান্দা থেকে ‘ঝাঁপ’ দেয়। সে মেডিক্যালে ভর্তি। অন্য দিকে, পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে পলাতক এক নবম শ্রেণির ছাত্রকে উদ্ধার করলেন দক্ষিণ পশ্চিম ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট। ছাত্রটি দমদমের একটি স্কুলে পড়ে। মাঝেরহাট ব্রিজের কাছে এ দিন তাকে ঘুরতে দেখে ওই সার্জেন্টের সন্দেহ হয়। ছাত্রটিকে জেরা করতেই সে পুলিশকে সব জানায়।
|
শিশু চুরির অভিযোগ ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়াল তপসিয়ায়। পুলিশ জানায়, চোর সন্দেহে এক মহিলাকে মারধর করেন স্থানীয়েরা। মহিলাকে থানায় নিয়ে এলে তাঁকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ হয়। জনতার ছোড়া ইটে জখম হন তিন পুলিশকর্মী। নামে র্যাফ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
শিয়ালদহে দার্জিলিং মেলের বাতানুকূল কামরায় মিলল ৪৫ লক্ষ টাকার জাল নোট। ঘটনায় রাজস্ব গোয়েন্দা দফতর নুরুল হোসেন নামে খিদিরপুরের এক যুবককে ধরেছে। জেরায় নুরুল জানায়, পেট্রাপোলে এক যুবক জাল নোট দেয়। শিলিগুড়িতে এক ব্যক্তিকে তা পৌঁছে দিলে এক লক্ষ টাকা পেত সে।
|
মোটরবাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, এনএসসি বসু রোডে। মৃতের নাম বিবেক মিশ্র (৩৬)। পুলিশ জানায়, মোটরবাইকের চাকা পিছলে পড়ে যান বিবেক। শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
মধ্যশিক্ষা পর্ষদের জাল বই বিক্রির অভিযোগে শুক্রবার গ্রেফতার হলেন এক বিক্রেতা। পুলিশ জানায়, ধৃতের নাম মানিক দে। তাঁর থেকে ৭০০ অঙ্ক বই বাজেয়াপ্ত হয়েছে। |