বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সভায় যাওয়ার পথে সিপিএম কর্মী-সমর্থকদের বাধা দেওয়া ও বাস থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই ফুটবল মাঠে সিপিএমের জনসভা ছিল। সিপিএম নেতৃত্বের দাবি, বিধানসভা ভোটের পরে এই প্রথম এলাকায় সভা করার অনুমতি পেয়েছিল তারা। জেলা পরিষদের সভাধিপতি, সিপিএমের উদয় সরকারের অভিযোগ, “সভায় আসতে চাওয়া মানুষদের আটকাতে এ দিন রায়না ও খণ্ডঘোষের অন্তত ১৯টি জায়গায় পথ অবরোধ করে তৃণমূলের লোকজন। অনেককে বাস থেকে নামিয়ে মারধর করা হয়েছে। শ্যামসুন্দর কলেজ থেকে আমাদের কর্মীদের ইট ছোড়া হয়েছে। অনেকে রক্তাক্ত অবস্থায় এসেছেন।” সভায় সূর্যকান্তবাবু কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা এখানে আক্রান্ত হচ্ছেন, বিধানসভায় আমাদের বিধায়কেরা আক্রান্ত হয়েছেন।”
|
জেলা পুলিশের উদ্যোগে কালনা পুরশ্রী মঞ্চে শুক্রবার নারী পাচার বিষয়ক আলোচনাসভার আয়োজন হয়। হাজির ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ইন্দ্রজিৎ সরকার, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, শিল্পপতি সুশীল মিশ্র, দুর্বার কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দেবনাথ প্রমুখ। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালের বেশ কয়েকটি নারী পাচারের ঘটনা নিয়ে আলোচনা হয়। নারী পাচার বিষয়ক একটি তথ্যচিত্র দেখানো হয়। ওই তথ্যচিত্রে দেখানো হয়, গ্রাম বাংলার মেয়েরা অভাবে তাড়নায় আবার কোথাও প্রতারকদের হাতে পড়ে পাচার হয়ে যান। তথ্যচিত্রটির পরিচালক শীলা দত্ত বলেন, “সারা দেশের মধ্যে নারী পাচারে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা ও মুশির্দাবাদে নারী পাচার সবথেকে বেশি। নারী পাচার রুখতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এ দিন শহরের বৈদ্যপুর মোড় লাগোয়া পুরসভার মালঞ্চ হলে জেলা পুলিশের উদ্যোগে একটি স্বাস্থ্যশিবির আয়োজিত হয়।
|
সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত না থাকায় শুক্রবার মঙ্গলকোটের কৈচর ২ পঞ্চায়েতে আস্থা ভোট করতে পারল না ব্লক প্রশাসন। এ দিন নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার জন্য মঙ্গলকোটের বনকাপাশিতে কৈচর ২ পঞ্চায়েত দফতরে পঞ্চায়েত আধিকারিক সুশান্তকুমার প্রামাণিক উপস্থিত হন। নির্দিষ্ট সময়ের পরেও মাত্র চার জন সদস্য উপস্থিত হন। যেখানে ওই পঞ্চায়েতের সদস্য সংখ্যা দশ জন। গত ৭ ডিসেম্বর কংগ্রেস প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে তৃণমূল ও বিজেপি-র চার সদস্য বিডিওকে চিঠি দিয়েছিল। এ দিন কংগ্রেসের চার জন ও সিপিএমের দু’জন অনুপস্থিত থাকেন। তৃণমূলের মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর অভিযোগ, “দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান নিশ্চিত হারতেন। সেই কারণে কংগ্রেস জোর করে তার সদস্যদের আস্থা ভোটে হাজির করায়নি।” কংগ্রেস নেতা জগদীশ দত্ত অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেন। তাঁর বক্তব্য, ‘‘আমাদের পঞ্চায়েত প্রধানের উপর সদস্যদের আস্থা আছে, সে কারণেই কোনও সদস্য উপস্থিত হয়নি।”
|
রাজ্য যুবকল্যাণ ও সংসদীয় দফতরের উদ্যোগে তিন দিন ধরে রাজ্য যুব সংসদ প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা হয়ে গেল বিদ্যার্থীভবন বালিকা বিদ্যালয়ে। দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে দাঁইহাট বিদ্যালয়, রানার্স ভাতার এমপি ইনস্টিটিউশন। ক্যুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কাঁকসার গোপালপুর ও রানার্স দাঁইহাট উচ্চবিদ্যালয়। ২১ ডিসেম্বর এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি দেবাশিস নাগ। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। শুক্রবার পুরস্কার বিতরণ করেন ভাতারের বিধায়ক বনমালি হাজরা। ৬টি মহকুমার ৩১টি ব্লক ও ৯টি পুরসভা এলাকা থেকে ৬০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত মোট ৭৮টি দল এতে যোগ দেয়।
|
গলায় দড়ি পেঁচানো অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে কালনার পূর্বসাতগাছিয়া পঞ্চায়েতের মেদগাছি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শঙ্কর প্রামাণিক (৩২)। বাড়ি ওই গ্রামেই। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের রেললাইন ঘেঁষা আমবাগানে একটি সাইকেল ভ্যানের নীচে দেহটি পড়ে থাকতে দেখেন। স্থানীয় মানুষ কালনা থানায় খবর দিলে ৯টা নাগাদ দেহটি উদ্ধার করা হয়। মৃত যুবকের স্ত্রী সুমিতা প্রামাণিক দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে তাঁর স্বামী ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, একটি খুনের মামলা দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
|
মনোনয়ন তোলাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে কাটোয়ার চন্দ্রপুর কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গোলমাল বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |