সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হল আসানসোলের দামড়া এলাকা। শুক্রবারের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।
সিপিএমের অভিযোগ, এ দিন কয়েক জন সদস্য-সমর্থক দলীয় কার্যালয়ের তালা খুলতে গিয়ে দেখেন, তাঁদের তালার উপরে অন্য একটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক জন সিপিএম সদস্য-সমর্থক তৃণমূলকে লক্ষ করে গালিগালাজ করতে থাকে। তৃণমূল সদস্য-সমর্থকেরা প্রতিবাদ করতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। দু’পক্ষের সদস্য-সমর্থকেরাই লাঠি, লোহার রড নিয়ে পরস্পরের দিকে তেড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’পক্ষকেই সরিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে দুই রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আলোচনায় বসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। |
চলছে গোলমাল। —নিজস্ব চিত্র। |
সিপিএমের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায়ের বক্তব্য, “আমাদের দলীয় কার্যালয়ে একটি তালা লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামান্য উত্তেজনা হয়েছিল। আমরা চাই না এলাকায় অশান্তি বাধুক। তাই তৃণমূলের সঙ্গে বসে মীমাংসা করে নিয়েছি।’’ তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির দাবি, “আমরা সিপিএম নেতাদের বলেছি, প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে গালিগালাজ করা ঠিক নয়। যাঁরা করেছেন তাঁদের নিরস্ত করা হোক ও ক্ষমা চাওয়ানো হোক। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিয়েছি।” |