মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে কাটোয়ার চন্দ্রপুর কলেজে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গোলমাল বাধে। দু’পক্ষেরই দাবি, তাদের কর্মী-সমর্থকরা ওই গোলমালে জড়িয়ে পড়ে জখম হয়েছেন। কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, “মনোনয়নপত্র তোলা নিয়ে একটা গোলমাল হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, চন্দ্রপুর কলেজে ছাত্র সংসদে ক্ষমতায় রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। গত বছর ১৬টি আসনের মধ্যে ১৪টিতে তৃণমূল ছাত্র পরিষদ জিতেছিল। এ বছর আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮টি। শুক্রবার ও শনিবার মনোনয়নপত্র তোলার দিন নির্ধারিত হয়। আগামী ১০ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন হবে। এসএফআইয়ের অভিযোগ, ১৮টি মনোনয়নের মধ্যে ১২টি মনোনয়ন তোলার পরেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা তিনটি মনোনয়ন পত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এসএফআইয়ের বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা চন্দ্রপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌমেন কার্ফার অভিযোগ, “টিএমসিপির হামলায় আমাদের দুই ছাত্রী জখম হন। আমাকে মারধর করা হয়।”
টিএমসিপি অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। টিএমসিপির বর্ধমান জেলার সভাপতি অশোক রুদ্রের পাল্টা অভিযোগ, “এসএফআই মনোনয়নপত্র তোলার নামে কলেজে গুন্ডামি করেছে। তাতে আমাদের তিন জন ছাত্র গুরুতর জখম হয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।” কাটোয়ার ওসি সনৎ দাস জানান, শনিবার মনোনয়নপত্র তোলার সময়ে যাতে আর কোনও গোলমাল না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |