খুনের মামলার ‘চার্জ’ গঠনের দিন আদালত চত্বরে অভিযুক্তকে লক্ষ করে দুটি গুলি ছুড়ে পালাল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ রায়গঞ্জ জেলা আদালতে। দুষ্কৃতীর গুলিতে আদালতের একটি জানালার কাচ ফুটো হয়ে যায়। তবে যাঁকে লক্ষ করে গুলি ছোড়া হয়, অভিযুক্ত মহিলা পাপিয়া সরকার নালায় পড়ে যাওয়ায় বেঁচে যান। পায়ে চোট পাওয়ায় বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পাপিয়ার স্বামী চঞ্চলবাবু রায়গঞ্জ আদালতের আইনজীবী। তিনিও ওই মামলায় অভিযুক্ত। চঞ্চলবাবু তাঁর স্ত্রীকে খুনের চেষ্টা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে কারও নামোল্লেখ করেননি তিনি। ওই ঘটনার পরে মামলার চার্জ গঠন এ দিনের মতো থমকে যায়। আগামী ৩ জানুয়ারি চার্জ গঠন হওয়ার কথা। তবে জমজমাট আদালত চত্বরে একজন দুষ্কৃতী মুখ ঢেকে পর পর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার সাহস কী ভাবে পেল সেই প্রশ্ন উঠেছে। উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি নবকুমার রায় বলেন, “শহরে একের পর এক গুলি বোমার লড়াই, একাধিক খুন ও খনের চেষ্টার ঘটনা ঘটে চলেছে। শুনেছি এসব কারণেই আইসিকে বদলি হতে হল। এ বারে ভরা আদালত চত্বরে এক সহকর্মীর স্ত্রীকে গুলি করে খুনের চেষ্টা হল। অপরাধ ঠেকানো তো দূরের কথা পুলিশ বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা শুক্রবার জেলাশাসককে সব অভিযোগ জানিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করব।” |
পাশাপাশি, আজ, শুক্রবার আদালতে কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা। এই বিষয়ে জানার চেষ্টা করলে জেলা পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য ও অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা ফোন ধরেননি। জেলা পুলিশের ডিএসপি বলেন, ‘‘সব ঘটনারই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর রায়গঞ্জের উকিলপাড়া এলাকার বাসিন্দা বিশ্বজয় ঘোষ নামে এক যুবককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তিনি স্থানীয় একটি কেবল অপারেটর সংস্থায় আলোকচিত্রীর কাজ করতেন। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাপিয়াদেবী, তাঁর স্বামী আইনজীবী চঞ্চলবাবু সহ মোট ৭ জনের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে। পরে ওই মামলার দায়িত্ব নেয় সিআইডি। অভিযুক্তদের তিনজন আলাদা মামলায় জেল হেফাজতে থাকায় তাঁদের এদিন আদালতে হাজির করানো হয়। জামিনে ছাড়া দুই অভিযুক্ত আদালতে ছিলেন। পাপিয়াদেবীরও আদালতে হাজির হওয়ার কথা ছিল। বাকি এক অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেরার থাকায় সম্প্রতি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে পুলিশ। |