টুকরো খবর
ডাইনি অপবাদে খুন, যাবজ্জীবন
ডাইনি অপবাদে এক প্রৌঢ়াকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হল। বৃহস্পতিবার পুরুলিয়া আদালতের জেলা ও দায়রা বিচারক সমরেশ প্রসাদ চৌধুরী এই রায় দেন। আসামির নাম কুমেদ মুড়া। কোটশিলা থানার মুদিডি গ্রামে তাঁর বাড়ি। মামলার সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, কোটশিলা থানা এলাকার মুদিডি গ্রামে ২০১১ সালের ১২ এপ্রিল এই খুনের ঘটনা ঘটেছিল। ওই গ্রামের প্রৌঢ়া সুকরি মুড়াকে বাড়ি থেকে টেনে বের করে রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল তাঁরই পড়শি কুমেদের বিরুদ্ধে। পরের দিন মৃতার ছোট ছেলে ভুচু মুড়া কোটশিলা থানায় কুমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় ওই গ্রামের কিছু গবাদি পশু অসুস্থ ছিল। কুমেদেরও দু’টি ছাগল ও একটি গরু মারা যায়। এই ঘটনার জন্য কুমেদ সুকরিদেবীকে ডাইনি সন্দেহ করে ১২ এপ্রিল সন্ধ্যায় তাঁর দুই ছেলের অনুপস্থিতিতে বাড়ি থেকে বের করে রড দিয়ে পিটিয়ে খুন করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী সুকরিদেবীর দুই পুত্রবধূ ডুগি মুড়া ও সাথী মুড়া পুরো ঘটনার কথা স্বামীদের জানান। মাস দুয়েকের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় চার্জশিট পেশ করে। ২০১২-র মে মাসে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ দিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন।

মারধরের অভিযোগ
দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার কেন্দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের রাজনোয়াগড় চাঁদড়া অঞ্চল কমিটির সভাপতি মনসুর আনসারির দাবি, “রানিডি সংসদ এলাকায় ১৮ মাস ধরে বার্ধক্য ভাতা মেলেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানাতে আমাদের দলের দুই কর্মী নেপাল ওরাং ও কৈলাস মুদি গ্রামবাসীর স্বাক্ষর সংগ্রহ করছিলেন। পুঞ্চা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সিপিএম সদস্য সুধীর ওরাং ও তার ভাই সুনীল আমাদের দুই কর্মীর কাজে বাধা দেয়। প্রতিবাদ জানালে ওদের দু’জনকে মাটিতে ফেলে পেটানো হয়।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “ওখানে একটা গোলমাল হয়েছে বলে শুনেছি। তবে, বার্ধক্যভাতা না পাওয়ার অভিযোগ ঠিক নয়। ওই এলাকায় কয়েক জন যথাসময়ে অ্যাকাউন্ট খোলেননি। এ কারণে তাঁদের নাম বাদ পড়ে থাকতে পারে।” সিপিএমের পুঞ্চা জোনাল কমিটির সম্পাদক বিপদতারণ শেখরবাবু বলেন, “আমাদের কর্মীরা মারধর করেছে বলে আমার জানা নেই। ঠিক কী হয়েছে, দলীয় সূত্রে খোঁজ নিচ্ছি।”

গুদামে আগুন বিষ্ণুপুরে

পুড়ে যাওয়ার পরে। —নিজস্ব চিত্র।
পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বিষ্ণপুরের চকবাজারে অবস্থিত ইন্দিরা মার্কেটের সব্জি গুদাম। বুধবার মাঝ রাতে হঠাৎ সেখানে আগুন লাগে। রাতের টহলদারি পুলিশের নজরে আসে বাজারের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। তাঁরাই দমকলে খবর দেন। বিষ্ণুপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত সেখানে গিয়ে আগুন আয়ত্তে আনে। বিষ্ণুপুর দমকল কেন্দ্রের ওসি শ্রীকান্ত বেজের অনুমান, “সম্ভবত শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল। সময় মতো খবর পাওয়ায় অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়।” সব্জি গুদামের মালিক খোকন চৌধুরী বলেন, “রাত দেড়টা নাগাদ আগুন লেগেছিল। পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় বড় কিছু ঘটেনি।”

শবরদের স্কুল
সমাজের মূলস্রোতে ফেরানোর লক্ষ্যে শবর শিশুদের জন্য একটি বেসরকারি স্কুল চালু হয়েছে পুঞ্চায়। বুধবার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংস্থার সম্পাদক অরূপ মুখোপাধ্যায় বলেন, “শবরদের উন্নতির জন্য সরকারি সহায়তা যথেষ্ট নয়। এই স্কুলে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিশুদের পাঠ দেওয়া হবে। পাঠ্যপুস্তক ও এক বার টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে। এর জন্য কোনও খরচ লাগবে না। এই স্কুলকে আবাসিক হিসাবে গড়ে তোলার চেষ্টা হচ্ছে।” অনুষ্ঠানে ব্লক স্বাস্থ্য আধিকারিক রমেশ কিস্কু উপস্থিত ছিলেন।

ফোন অচল
মানবাজার, বোরো, বান্দোয়ান, পুঞ্চা ও বরাবাজার অঞ্চলে বিএসএনলের ল্যান্ড ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ রইল বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। মানবাজারের জেটিও (জুনিয়ার টেলিকম অফিসার) বিনোদকুমার যাদব বলেন, “পুরুলিয়া— মানবাজার রাস্তা সম্প্রসারণের কাজ করতে গিয়ে জবলা গ্রামের কাছে অপটিক্যাল ফাইবার কেব্ল কাটা পড়ায় এই বিপত্তি হয়েছিল।”

ধর্ষণের প্রতিবাদ
দিল্লিতে গণধর্ষণের প্রতিবাদে বাঁকুড়ার মাচানতলা মোড়ে বৃহস্পতিবার পথসভা করল এসইউসি-এর মহিলা সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অঞ্জলি নন্দী-র দাবি, “দেশের কোথাও মহিলারা এখন নিরাপদ নয়। সাংস্কৃতিক অবক্ষয় রক্ষা না করা গেলে এবং বিজ্ঞাপনের ছবি নিয়ন্ত্রণ না করা গেলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না।”

গ্রেফতার যুবক
মুরগির দোকানে বেআইনি ভাবে মজুত করা ছিল চোলাই ও দেশি মদ। বিক্রিও করা হত। এই অভিযোগে বুধবার সন্ধ্যায় ইঁদপুরের ব্রাহ্মণডিহা বাজার থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত তরণ বাউরি-র বাড়ি ওই গ্রামেই। বৃহস্পতিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.