পোস্টার ছিঁড়ে প্রধান শিক্ষিকারই পাশে কিছু পরীক্ষার্থী
পাশ করিয়ে দেওয়ার দাবিতে কিছু ছাত্রী প্রধান শিক্ষিকা এবং অন্য শিক্ষক-শিক্ষিকাদের ২২ ঘণ্টা ঘেরাও করে রেখেছিল। আবার প্রধান শিক্ষিকাকে ‘অপদস্থ’ করার চেষ্টার বিরুদ্ধে সরব হলেন সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশই। স্কুলের গেটে লাগানো পোস্টার বৃহস্পতিবার দুপুরে ছিঁড়ে ফেলে দেন ওই ছাত্রীরা।
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পূর্ব যাদবপুর নাগরিক মঞ্চের নামে বুধবার লাগানো হয়েছিল পোস্টারগুলি। প্রধান শিক্ষিকা শ্রীমতী ঘোষ জানান, পোস্টার দেখে তিনি খুবই দুঃখ পেয়েছেন। এ দিন স্কুলে উচ্চ মাধ্যমিকের ‘ভোকেশনাল ইংলিশ টেস্ট’ দিতে এসেছিলেন ছাত্রীরা। ওই সব পোস্টার দেখে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পোস্টার ছিঁড়ে তাঁরা বলেন, “আমরা যদি পড়াশোনা না-করি, তা হলে তো ফেল করবই। শিক্ষিকাদের ঘেরাও করে যদি বলি পাশ করিয়ে দিতে হবে, সেটা তো ঠিক নয়। আমাদের শিক্ষিকারা খুব যত্ন নিয়ে পড়ান। বড়দিও খুব ভাল। পোস্টারে যা লেখা হয়েছে, সবই মিথ্যে।”

ছেঁড়া হচ্ছে পোস্টার। —নিজস্ব চিত্র
ছাত্রীরা তাঁর ‘সম্মান রক্ষা’য় পোস্টার ছিঁড়ে প্রতিবাদ জানালেও খুশি নন শ্রীমতীদেবী। তিনি বলেন, “আমি ছাত্রীদের পোস্টার ছেঁড়া সমর্থন করি না। এগুলো তো ওদের কাজ নয়। আমি চাই না, ছাত্রীরা কোনও ভাবে এর সঙ্গে জড়িয়ে পড়ুক। আমার সম্পর্কে কারও কিছু বক্তব্য থাকলে লিখতে পারে। কিন্তু আমার ছাত্রীরা সেগুলো ছিঁড়বে, এটা আমি মানতে পারছি না। এর মধ্যে ওদের জড়িয়ে পড়া উচিত নয় বলে মনে করি।”
এ দিন সকাল থেকেই স্কুলে পুলিশি পাহারা ছিল। বেলা ২টোর পরে টেস্টে ফেল করা কিছু ছাত্রী স্কুলের সামনে আসেন। তবে তাঁরা স্কুলে ঢোকেননি। ঘণ্টাখানেক স্কুলের গেটের এক ধারে দাঁড়িয়ে থেকে তাঁরা চলে যান। বিকেলে ছুটির পরে পুলিশি ঘেরাটোপে স্কুল ছাড়েন শিক্ষিকারা। এই ঘেরাটোপের মধ্যে স্কুলে থাকা নিয়ে তাঁর অস্বস্তির কথা জানিয়েছেন শ্রীমতীদেবী। তিনি বলেন, “আমি তো পুলিশি ঘেরাটোপে থাকতে চাই না। এই অঞ্চলের স্কুলে ৩০ বছর কাজ করছি। এলাকায় কাছে শ্রীমতীদি নামেই পরিচিত। পুলিশ তো সারা বছর আমাকে পাহারা দেবে না।”
এ দিনই বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দুই প্রতিনিধি ওই স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিক টেস্টের খাতা ও ট্যাবুলেশন শিট ফেরত দেন। প্রধান শিক্ষিকা জানান, ফেল করা ছাত্রীদের ব্যাপারে সংসদ কোনও ‘অনুরোধ’ করেনি। তিনি বলেন, “পাশ করানোর ব্যাপারে স্কুলের পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।” স্কুল সূত্রের খবর, আজ, শুক্রবার আলোচনা করে সিদ্ধান্ত জানাতে পারে পরিচালন সমিতি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.