লোবা আন্দোলন আরও তীব্র করে তোলার ডাক দিল কৃষিজমি রক্ষা কমিটি। আন্দোলনের পক্ষে বীরভূম জেলা জুড়ে সই সংগ্রহ অভিযান, দুবরাজপুর ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েতে এলাকা ও দুবরাজপুর-সহ বিভিন্ন ব্লকে প্রচারসভা করার কর্মসূচিও নিয়েছেন কমিটি নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে লোবার ধর্নামঞ্চে আয়োজিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষিত হয়। তার পরেও রাজ্য সরকার লোবার সমস্যা মেটাতে সদর্থক ভূমিকা না নিলে আইন অমান্য ও অবরোধের পথে হাঁটার হুমকিও দিয়েছে কমিটি।
এলাকায় খোলামুখ কয়লা খনি গড়তে আসা সংস্থা ডিভিসি-এমটা’র যে মাটি কাটার যন্ত্র আটকে রেখে লোবার জমি আন্দোলনের সূত্রপাত, বুধবার তার বর্ষপূর্তি হয়েছে। সেই উপলক্ষেই বৃহস্পতিবার সমাবেশের আয়োজন করা হয়েছিল। কমিটির নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস, এসইউসি-র প্রতিনিধিরা। |
গোড়া থেকে ওই আন্দোলনের পাশে থাকা পিডিএসের রাজ্য সম্পাদক সমীর পূততুণ্ডও ছিলেন। সেখানেই কৃষিজমি রক্ষা কমিটির সভাপতি ফেলারাম মণ্ডল কী কী পদক্ষেপ কমিটির পক্ষে করা হবে, তার বিশদ বিবরণ দেন। তিনি জানান, চলতি মাস ও আগামী জানুয়ারির মধ্যেই তাঁদের কর্মসূচি পালিত হবে।
কমিটি সূত্রে জানানো হয়েছে, বুধবার আন্দোলনের বর্ষপূর্তি থাকলেও রাষ্ট্রপতির জেলা সফরের জন্য সমাবেশ এক দিন পরে করা হয়েছে। এত দিন ধরে লোবার মানুষ কয়লা খনির জন্য জমি দেওয়ার বিনিময়ে যে-সব দাবি জানিয়ে এসেছেন, সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সে-সবের সমর্থনে বক্তব্য পেশ করেন। যদিও চোখে পড়ার মতো মানুষের উপস্থিতি ছিল না এ দিন। সমীরবাবু বলেন, “লোবার শান্তিপূর্ণ আন্দোলন মেটাতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষপ করলে এই পরিস্থিতি হত না। কিন্তু তা না করে এই আন্দোলনকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার দিকে ঠেলে দিল সরকারই।” |