অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখকে (১৩) খুনের ঘটনায় পুলিশ এখনও অবধি কাউকে গ্রেফতার না করায় জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, মহকুমা হাসপাতাল সংলগ্ন যাত্রী প্রতীক্ষালয়ের কাছে ওই অবরোধ হয়। আন্দোলনকারীরা টায়ার পুড়িয়ে প্রতিবাদে সামিল হন। ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশ এসে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বাসিন্দারা অবরোধ তুলে নেন। জেলার পুলিশ সুপার মরলীধর শর্মা বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি।” |
এ দিনের অবরোধে নেতৃত্ব দেওয়া সিপিএমের জেলা কমিটির সদস্য শিবদাস লেট বলেন, “মাত্র ১৩ বছরের এক তাজা কিশোর নৃশংস ভাবে খুন হল। পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল বুধবার রাতের মধ্যেই অপরাধীদের ধরা হবে। কিন্তু বৃহস্পতিবার সকাল পর্যন্তও কেউ গ্রেফতার না হওয়াতেই ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদ জানালেন।” আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনায় দোষীদের গ্রেফতার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, বুধবার দুপুরে বাড়ি থেকে প্রায় দেড় কিমি দূরে রেললাইন সংলগ্ন হরিণবাঁধা মাঠে একটি গলাকাটা দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, ওই দেহ রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর ক্যানেলপাড় এলাকার বাসিন্দা রবিউল শেখ-এর (১৩)। স্থানীয় জয়কৃষ্ণপুর হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্র রবিউল মঙ্গলবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পুলিশের অনুমান, মঙ্গলবার রাতেই রবিউলকে খুন করা হয়েছে। রবিউলের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। |