নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস খাদে পড়ে জখম হলেন ২৫ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে রামপুরহাট থানার গুণার সেতুর কাছে রামপুরহাট-সাঁইথিয়া রাস্তায়, দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে ১২ জন রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল দশটা নাগাদ দুর্ঘটনাগ্রস্ত বাসটি রামপুরহাট থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল। বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন। পথে তারাপীঠ ঢোকার আগে গুণার সেতুর কাছে বাসটি প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে। তারপরই বাসটি টাল সামলাতে না পেরে সেতুর পিলারে গিয়ে ধাক্কা মেরে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। বাসটিকে ওই অবস্থায় রেখেই চালক ও কর্মচারীর পালিয়ে যান বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারাই আহত যাত্রীদের হাসপাতালে পৌঁছে দেন। আহত এক বাসযাত্রী রামপুরহাট কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অনুপকুমার দাস বলেন, “বাসটি দ্রুতগতিতেই চলছিল। সেতুতে উঠতে গিয়েই নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেনি।” আহত আর এক বাসযাত্রী অমিয় মণ্ডলের দাবি, “চালক প্রথম থেকেই বাসটি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না।” এ দিন দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়েন জেলাপরিষদের সহ-সভাপতি নিতাই মাল। তাঁর দাবি, “তারাপীঠ লাগোয়া দু’টি সেতু সংস্কার করে রাস্তা বড় করার দাবি দীর্ঘদিনের। জেলার উন্নয়নমূলক কাজের বৈঠকে একাধিক বার তার জন্য বলেওছি। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ করা যায়নি।”
|
এক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণের অপরাধে দু’জনকে দোষী সাব্যস্ত করল বোলপুর ফাস্ট ট্র্যাক আদালত। বৃহস্পতিবার বিচারক সোমেশপ্রসাদ সিংহ দুই অভিযুক্তের একজনকে দশ বছর ও অন্য জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। ওই ঘটনায় আদালত বাকি পাঁচ অভিযুক্তকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস করেছেন। সরকার পক্ষের আইনজীবী ভাস্কর ঘোষ বলেন, “ঘটনায় দোষীদের প্রথম জন রবিলাল মুর্মু ও অন্য জন অমিত রামানি। সশ্রম কারাদণ্ড ছাড়াও তাদের যথাক্রমে দু’ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড) ও এক হাজার টাকা জরিমানা (অনাদায়ে তিন মাস সশ্রম কারাদণ্ড) হয়েছে।” জানা গিয়েছে, ২০০৭ সালের ৯ জানুয়ারি রাতে চা খাওয়ানোর নাম করে শান্তিনিকেতনের ওই প্রতিবন্ধী মহিলাকে সোনাঝুরিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে রিকশাচালক রবিলাল মুর্মু। মহিলার চিৎকার শুনে আশপাশ থেকে জড়ো হয়ে যান বেশ কিছু লোক। তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় রবিলাল। অভিযোগ, তারপরই ওই মহিলাকে জড়ো হওয়া লোকজন গণধর্ষণ করে। ওই দলেই ছিল অমিত রামানি। ঘটনার পর মহিলাকে অভিযোগ না জানাতে হুমকিও দেওয়া হয়। দোষী অমিত ওই মহিলাকে ব্ল্যাকমেলও করেন। যদিও পরে ওই বছরেরই ফেব্রুয়ারি মাসে নিগৃহীতা মহিলা বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই পুলিশ সাত জনকে গ্রেফতার করে।
|
রামপুরহাট শহরে গজিয়ে ওঠা বেআইনি বা ভুঁইফোঁড় অর্থসংস্থাগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাল আইএনটিটিইউসি প্রভাবিত রামপুরহাট ফুটপাথ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। সম্প্রতি ওই সংগঠন মহকুমাশাসকে দাবির কথা জানিয়ে স্মারকলিপিও দিয়েছে। সংগঠনের সভাপতি অভিজিৎ মণির অভিযোগ, “ওই সব সংস্থার প্রলোভনের জালে পড়ে সাধারণ মানুষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী— সকলেই সর্বস্বান্ত হচ্ছেন। দ্রুত সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।” ডেপুটি ম্যাজিস্ট্রেট সুব্রত রায় বলেন, “ওই সংগঠনকে সুনির্দিষ্ট ভাবে বেআইনি অর্থসংস্থার নাম উল্লেখ করে অভিযোগ জমা দিতে বলা হয়েছে।” এ বিষয়ে মহকুমাশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
|
এলাকার পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির চল্লিশ জন পড়ুয়াকে নিয়ে বৃহস্পতিবার দু’দিন ব্যাপী আলোচনা শিবির শুরু হল নলহাটির ভদ্রপুর গ্রামে। উদ্যোক্তা স্থানীয় অরবিন্দ সোসাইটি। ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদেরা। শিবিরের প্রথম দিন পড়ুয়াদের পরিবেশ সচেতন, বিজ্ঞানমনস্ক করে তোলার পাশাপাশি মানসিক শক্তির বিকাশের জন্য ধ্যান ও যোগ নিয়েও আলোচনা হয়। থাকছে বিজ্ঞান প্রদর্শনীও। |