কালনার স্কুলে ফর্ম পূরণ করল ২২ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • কালনা |
টেস্টে অনুত্তীর্ণ ২২ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষার জন্য ফর্ম পূরণ করলেন কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার অভিভাবককে সঙ্গে নিয়ে অকৃতকার্য ২৭ জন ছাত্রীকে স্কুলে আসতে বলেছিলেন কর্তৃপক্ষ। স্কুল সূত্রে জানা যায়, পাঁচ জন ছাত্রী আসেননি। বাকিদের অভিভাবকেরা স্কুলে এসে লিখিত ভাবে জানান, মেয়েদের পড়াশোনায় উন্নতির ব্যাপারটি তাঁরা নিজেরা দেখবেন। এর পরেই ওই ২২ জনের কাছ থেকে ফর্ম পূরণের জন্য অর্থ নেওয়া হয়। বুধবার কালনার এই স্কুলে মাধ্যমিকে বসতে দেওয়ার দাবি তুলে অনুত্তীর্ণ ছাত্রীদের একাংশ, তাদের অভিভাবক ও স্থানীয় কিছু লোকজন শিক্ষিকাদের সাড়ে চার ঘণ্টা ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ আটকে রাখার পরে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের পাশ করানোর আশ্বাস দিয়ে ছাড়া পান তাঁরা। স্কুল কর্তৃপক্ষ অবশ্য বুধবারই জানিয়েছেন, পাশ না করানোর সিদ্ধান্তে অনড় থাকলে স্কুলের কাজকর্ম শিকেয় উঠতে পারে, এই আশঙ্কাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন সকালে স্কুলের পরিচালন সমিতি একটি বৈঠকে বসে। সেখানে লিখিত সিদ্ধান্ত হয়, টেস্টে অনুত্তীর্ণদের এ বার মাধ্যমিকে বসার সুযোগ দেওয়া হবে। শুক্রবার উচ্চ মাধ্যমিক বোর্ডের কাছে ওই ছাত্রীদের নাম পাঠানো হবে বলে জানানো হয়। |
কাটোয়া
তাঁতবস্ত্র মেলা। ঘোষহাট। বিকাল ৩ টা। উদ্যোগ: হ্যান্ডলুম ডেভলপমেন্ট অফিস।
স্পোর্টস অ্যাকাডেমির উদ্বোধন। জাজিগ্রাম। সকাল সাড়ে ৮ টা। উদ্যোগ: সেন্ট জোসেফ ইংরাজি মাধ্যম স্কুল। |