আর্থিক প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিনের আবেদন নামঞ্জুর করল বর্ধমান আদালত।
গত ১৯ অক্টোবর জহর সিংহ যাদব নামে আসানসোল আদালতের এক আইনজীবী রানিগঞ্জ থানায় অভিযোগে জানান, ‘অল ইন্ডিয়া মোবাইল ফোন গেম লাকি লটারি’তে ২৫ লক্ষ টাকার পুরস্কার জিতেছেন, এই মর্মে তাঁর মোবাইলে একটি এসএমএস আসে। তাঁকে ওই সংস্থার ডেপুটি ম্যানেজার আকাশ বর্মার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। দু’দফায় মোট ৩৭ হাজার ১০০ টাকা জমা করার পরে আকাশ তাঁকে রাজ বর্মা নামে আর এক জনের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তিনিও দু’দফায় ব্যাঙ্কে টাকা জমা করান। এ ভাবে মোট ২ লক্ষ ১২ হাজার ১০০ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু এর পরেই ফোন আসা বন্ধ হয়ে যাওয়ায় তিনি পুলিশকে বিষয়টি জানান।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। জহর সিংহ যাদবের মোবাইলে যে সব নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরগুলির সূত্র ধরে ২০ অক্টোবর তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শম্ভু সিংহ, সমু সিংহ, মহম্মদ নৌসাদ। তিন জনের বাড়ি জামুড়িয়ার শ্রীপুর বাজার এলাকায়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি সিমকার্ড উদ্ধার হয়। তার মধ্যে কয়েকটি পাকিস্তানের হতে পারে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে পুলিশ। উঠে আসে মহম্মদ আফরোজ নামে আর এক জনের নাম। সেই এই কারবারের পান্ডা বলে দাবি পুলিশের। জেরায় ধৃতেরা জানায়, মোবাইলে এসএমএস পাঠিয়ে টাকার লোভ দেখাত তারা। ফাঁদে পা দিলেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। অ্যাকাউন্টে টাকা জমা পড়তেই এটিএম কার্ড ব্যহার করে তা তুলেও নেওয়া হত। এই ঘটনায় আর এক অভিযুক্ত মুন্না প্রসাদ ফেরার ছিল। দিন কয়েক আগে সে আগাম জামিনের আবেদন করে।
বৃহস্পতিবার বর্ধমান আদালতের সরকারি আইনজীবী পীযুষ বন্দ্যোপাধ্যায় জানান, জেলা জজ আশুতোষ কর আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। |