নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
কৃষকসভার জেলা সম্মেলন উপলক্ষে সাঁটানো ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলল সিপিএম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে রয়েছে বলে দাবি করেছেন সিপিএম নেতারা। তৃণমূল যদিও তা মানেনি।
কৃষকসভার জেলা সম্মেলন উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর কাঁকসার মিত্র সঙ্ঘ মাঠে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের আসার কথা। সে জন্যই কাঁকসার নানা এলাকায় সিপিএমের তরফে পোস্টার ও ব্যানার সাঁটানো হয়েছে। বুধবার রাতে কাঁকসায় এমনই তিনটি ব্যানার কে বা কারা ছিঁড়ে দিয়েছে বলে তাদের অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ওই সম্মেলনের প্রথম দিন দুপুরেই বক্তব্য রাখার কথা সূর্যকান্তবাবুর। বৃহস্পতিবার সকালে দেখা যায়, পানাগড় গ্রাম মোড়, কাঁকসা হাটতলা ও মিনিবাজারে তিনটি ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ভিড় জমান স্থানীয় সিপিএম কর্মী-সমর্থকেরা। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার দাবি জানাতে থাকেন তাঁরা। |
কাঁকসায় তোলা নিজস্ব চিত্র। |
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীরেশ্বর মণ্ডল অভিযোগ করেন, “কৃষকসভার সম্মেলন বানচাল করার জন্য লাগাতার উস্কানিমূলক কাজকর্ম করছে তৃণমূলের লোকজন। ব্যানার ছেঁড়ার ঘটনার পিছনেও রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই।” তাঁর আরও অভিযোগ, সম্মেলন উপলক্ষে অনেক আগে থেকেই পুলিশ-প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়েছে। তার পরেও মঙ্গলবার গোপালপুরে তৃণমূলের সভা থাকায় সেখানে লাগানো সিপিএমের ব্যানার ও পোস্টার খুলে দেওয়া হয়।
কাঁকসার তৃণমূল নেতা তথা দলের প্রদেশ সদস্য দেবদাস বক্সী অবশ্য ব্যানার ছেঁড়ার ঘটনায় তাঁদের দলের কারও জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর পাল্টা দাবি, “ক্ষমতায় থাকার সময়ে সিপিএম এমন সব কাণ্ড ঘটাত। বিরোধীদের সংগঠিত হতে দেখলে তা বানচালের চেষ্টা করত। এখন নিজেরা ব্যানার ছিঁড়ে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |