আত্মহত্যায় প্ররোচনা, জেল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার ওই বধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল আদালত। এ দিন এই সাজা ঘোষণা করেন আসানসোল আদালতের এডিজে এক নম্বর আশিসকুমার সিকদার। আসানসোল আদালতের সরকারি আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় জানান, ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা গোবর্ধন বার্নোবাল রানিগঞ্জ থানায় অভিযোগ করেন, ২০০৪ সালের ৬ ডিসেম্বর তাঁর মেয়ে অর্চনার সঙ্গে বিয়ে হয় ওই থানার জেকে নগরের বাসিন্দা সুদেশপ্রসাদ বার্নোবালের সঙ্গে। বিয়ের সময়ে পণ দেওয়ার পরেও শ্বশুরবাড়ির লোকজন অর্চনাকে নিয়মিত মারধর করত। বিয়ের মাত্র ১০ মাসের মধ্যেই ২০০৫ সালের ২০ নভেম্বর শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ৭ বছর এই মামলার শুনানি চলে। সরকারি আইনজীবী মোট ১৩ জন সাক্ষী হাজির করেন। সুরেশপ্রসাদ বার্নোবাল এবং তাঁর বাবা বালসুকুল প্রসাদ ও মা জুনমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক। অনাদায়ে আরও মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক। |
সঙ্গীকে কুপিয়ে খুন, যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সঙ্গীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে খুন করার অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আসানসোল মহকুমা আদালত। বৃহস্পতিবার এই সাজা শুনিয়েছেন অতিরিক্ত জেলা বিচারক ফিরোজা খাতুন। সরকারি আইনজীবী স্বরাজ চট্টোপাধ্যায় জানান, ২০০৯ সালের ৩০ মে জামুড়িয়ার ইকড়ায় একটি বেসরকারি শিল্প কারখানার নিরাপত্তারক্ষী হেমন সুব্বা সকাল ১১টা নাগাদ নিজেদের ব্যারাকে ঘুমন্ত অবস্থায় তাঁর সঙ্গী, অপর এক নিরাপত্তারক্ষী দীপেন রায়কে কুপিয়ে খুন করে। মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। এর পরেই কারখানা কর্তৃপক্ষ হেমনের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। সরকারি আইনজীবী জানান, ৩ বছর ধরে মামলার শুনানি হয়েছে। ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। |
মোটরবাইক আরোহীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বৃহস্পতিবার বিকেলে কুলটির চৌরঙ্গির কাছে ২ নম্বর জাতীয় সড়কের ঘটনায়। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গী। নিহত ও জখম দু’জনকেই আসানসোল মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। মৃতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই মোটরবাইক আরোহী নিয়ামতপুরের দিক থেকে চিত্তরঞ্জন রোড ধরে চৌরঙ্গির কাছে ২ নম্বর জাতীয় সড়কে উঠছিলেন। সেই সময়ে ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্সে সজোরে ধাক্কা মারে তাঁদের মোটরবাইকটি। টাল সামলাতে না পেরে অ্যাম্বুল্যান্সটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। এই ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক ও যাত্রীরা অল্পবিস্তর জখম হন। কিন্তু গুরুতর জখম হন দুই মোটরবাইক আরোহী। তাঁদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা এক জনকে মৃত ঘোষণা করেন। অপর জনের চিকিৎসা চলছে। |
চুরির কিনারা হয়নি, ক্ষোভ রতিবাটিতে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ইসিএলের রতিবাটি ওয়ার্কশপে দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে। অথচ চোর ধরা পড়ছে না। বৃহস্পতিবার এই অভিযোগে কোলিয়ারি ওয়ার্কশপ চত্বরে বিক্ষোভ দেখায় আইএনটিটিইউসি। সংগঠনের নেতা বাবু রায় জানান, বুধবার রাতেও চুরি হয়েছে। এ নিয়ে কয়েক মাসের মধ্যে চার বারেরও বেশি চুরি হল। অথচ নৈশপ্রহরী রয়েছে। তাঁদের অনুমান, চক্রান্ত করে ওয়ার্কশপটি বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। কোলিয়ারি কর্তৃপক্ষ জানান, এমন পরিকল্পনা তাঁদের নেই। বারবার চুরির ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ করা হয়েছে। কিন্তু ফল হয়নি। এ নিয়ে তাঁরাও আতঙ্কিত। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |
থানায় বিক্ষোভ টিএমসিপি-র
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অন্ডালে তোলা নিজস্ব চিত্র। |
নৈশ প্রহরী থাকা সত্ত্বেও চুরি হয়েছে কলেজে। অথচ খান্দরা কলেজের অধ্যক্ষ থানায় অভিযোগ করেননি। এমন অভিযোগ তুলে বুধবার অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় টিএমসিপি। টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সম্পাদক পার্থ দেওয়াশী জানান, নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল। পুলিশকে অবিলম্বে দোষীদের ধরতে হবে বলে তাঁদের দাবি। প্রয়োজনে ওই নৈশপ্রহরীকেও আটক করার দাবি তোলা হয়। অধ্যক্ষ সঞ্জীব হাজরা অবশ্য দাবি করেছেন, এমন কিছু ঘটেছে বলে তাঁর জানা নেই। |
মাটি মিশ্রিত কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র সরবরাহ করছেন কতৃপক্ষ। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার বারাবনির ভানোড়া পশ্চিম ব্লক খনিতে সিটু, আইএনটিটিইউসি ও আইএনটিইউসি নেতৃত্বে বিক্ষোভ দেখান শ্রমিক-কর্মীরা। তাঁদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ মাটি মিশ্রিত কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করছেন। এছাড়া গত কয়েক মাস ধরে জ্বালানির কয়লা পাচ্ছেন না তাঁরা। দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ চলার পরে শ্রমিক-কর্মীরা কাজে যোগ দেন। খনি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। |
আসানসোল
স্বামী প্রেমানন্দের জীবনী পাঠ ও আলোচনা: স্বামী সুখানন্দ। সন্ধ্যা পৌনে ৬ টা। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম।
দুর্গাপুর
৩৩তম বার্ষিক উৎসব। দুর্গাপুর হরিসভা। ৯ জানুয়ারি পর্যন্ত। |