মেসি সেকেন্ড রোনাল্ডো ফার্স্ট জ্যাভি থার্ড
চিনকে এ বার থেকে টিভিতে কম দেখা যাবে তো কী? রাত জাগা টিভির পর্দায় হার্ট-থ্রবের অভাব নাকি?
পছন্দের তারকা-খেলোয়াড়দের প্রসঙ্গটা কলেজ ক্যান্টিনের আড্ডায় তুলতেই উঠে এল এ কথা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্রী অন্বেষা তো এমনিতেও মেসিকে ছাড়া আর বিশেষ কোনও সেলিব্রিটির দিকে তাকাতেই নারাজ। ওঁর সাফ কথা, “মেসির লাতিনো অ্যাপিল আর কোনও খেলোয়াড়ের মধ্যে নেই।”
আরও এক কাঠি উপরে গিয়ে ইতিহাস বিভাগের দোয়েলের দাবি, “মেসিকে দেখা খানিকটা পারভার্টেড অ্যাডিকশনের মতো।” তাঁর চুলের স্টাইল থেকে চলাফেরা, সবেতেই নাকি রয়েছে আউট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাপিল। ঘাম ঝরা চেহারায় লাল জুতো, নীল মোজা পরা পা ভাঁজ করে ফুটবলে লাথি মারার ভঙ্গিতেও নাকি রয়েছে বুক ধড়ফড় করানোর মতো চমক। চোখ সরানো দায়।
এ সবের মধ্যেই তুলনামূলক সাহিত্যের তিস্তা বলে ওঠে, “মেসির চোখ দু’টোও কিন্তু বেশ রোম্যান্টিক। সেটাই ওকে আরও অ্যাপিলিং করে তোলে।” ব্যস্, আর যায় কোথায়!
বলতে না বলতেই ছুটে এল অন্বেষার বাক্যবাণ। “ধুর রোম্যান্স-টোম্যান্স আবার কী! মেসির চোখের দিকে তাকিয়েই কাটিয়ে দিবি নাকি?” দোয়েলেরও সাফ কথা, হাইটটা একটু কম হলেও মেসির বডিতে রীতিমতো ফিদা সে।
রোনাল্ডো জ্যাভি মেসি
বডির কথা উঠতে অবশ্য মোড় ঘুরে যায় আড্ডার। অন্বেষাদের বন্ধু প্রেসিডেন্সির সায়নী বলে, “বডি দেখতে হলে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই ভাল।” কলেজ ছাড়িয়ে আই টি সেক্টরে গিয়েও জমে ওঠে তর্ক-বিতর্ক।
‘‘মেসিকে দেখে যদি চুমু খেতে ইচ্ছে করে, রোনাল্ডোকে সামনে পেলে তো এক্কেবারে জাপটেই ধরব,” বক্তব্য বছর আঠাশের আই টি-কর্মী রোমিলার। ওর মুখের কথা প্রায় কেড়ে নিয়েই সহকর্মী শিখা বলে, “মহিলা ফ্যান পেতে হলে খেলায় পাওয়ার চাই, পাওয়ার।” ময়দানে তীব্র দৌড় যেন এক নিমেষে বাড়িয়ে দেয় ওদের হৃৎকম্পন। সজোরে বলের দিকে ধেয়ে যাওয়াই ওদের জন্য এক কথায় যথেষ্ট। গোল হল কি না তো পরের কথা। ততক্ষণে বহু তরুণীর মনে হয়ে গিয়েছে তোলপাড়।
আর যার আছে পাওয়ার, সে-ই তো আমার। কামনার। তা সে ফরাসি প্রেসিডেন্টই হোন, বা রিয়াল মাদ্রিদের খেলোয়াড়-ই হোন। মত ওদের।
আর পাওয়ার ফুটবল বলতেই, ওদের চোখে ভাসে লাল জার্সি গায়ে টগবগে পর্তুগিজ স্ট্রাইকারের ছ’ফুট উচ্চতার ছিপছিপে চেহারা। তার সঙ্গেই কখন নাকি ভেসে ওঠে ইন্টারনেটে দেখা ছবি। বান্ধবী ইরিনার সঙ্গে সানবাথের এক ঝলক। তার পরেই কোনও এক বিজ্ঞাপনের ওয়ালপেপার। সিক্স-প্যাক। চোখ সরানো যায় কি?
রোনাল্ডোর হাত জোড়া ট্যাটু থেকে চুলের বিশেষ কাট সব নিয়েই ওঁদের মধ্যে উন্মাদনা চরমে।
“শুধু স্ট্রাইকারদের নিয়ে হইহই করলেই চলবে? বার্সেলোনা ক্লাবের মিডফিল্ডারটি রাতের ঘুম কেড়ে নেওয়ার কম্পিটিশনে কম কোন দিক থেকে?” সেন্ট জেভিয়ার্সের সুকন্যা কথাটা বলতেই বন্ধু রোহিণীর উত্তেজিত প্রশ্ন, “কে জ্যাভি?”
চুলের উসকোখুসকো কায়দা, চলাফেরায় সহজ, বুদ্ধিদীপ্ত ভাব সব মিলিয়ে নাকি এ সময়ে সবচেয়ে পুরুষালি ফুটবলার বার্সেলোনার জ্যাভিই। তাঁর চোখমুখে ফুটে ওঠা চাঞ্চল্যও মন টানছে তরুণী-ব্রিগেডের।
রোহিণীর মত, “হাবভাবে ততটা মডেল-সুলভ নন বলেই আমাদের আরও ভাল লাগে জ্যাভিকে।” মনে হয়, শুধু দূর থেকে দেখার নয়, চাইলেই সামনে পাওয়া যাবে মাঝ মাঠের এই ভগবানকে।
আর বার্সেলোনা ক্লাবের আর এক হার্ট-থ্রব, পিকে?
নাম করতেই হইচই। গালভরা দাড়ি, চেহারার রুক্ষতা যে কোনও দিন সারেন্ডার করতে রাজি এই বাঙালি সুন্দরীরা। আর হবে না-ই বা কেন? ভুবনজয়ী শাকিরা-ই যে একেবারে বোল্ড তাঁর অ্যাটিটিউডে।
খেলার ময়দান থেকে নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন সব ক্ষেত্রেই পিকের স্টাইলের চর্চায় চঞ্চল তরুণীরা। যাদবপুরের দোয়েল বলে, “পিকের আবেদন ওর স্টাইলটাই। এত স্টাইলিশ খেলোয়াড় খুব কমই আছে।”
তারই ফাঁকে সায়নীর ছুড়ে দেওয়া কমেন্ট, “পিকে-র হাইটটা ভুলে গেলি নাকি তোরা?” বহু সুন্দরীর মতে, ৬.৪ ফুট উচ্চতাটাই এই ফুটবলারের আবেদন বাড়িয়ে দেয় মাঠে বাকিদের ভিড়ের মধ্যেও। ঘরের ছেলে টোলগেকে মোটেই এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। টিভি-ইন্টারনেটে তুলনায় কম ছবি দেখা গেলেও মোহনবাগান ক্লাবের এই স্ট্রাইকারের বান্ধবীকে রীতিমতো হিংসেই করে শিখা, রাকা-রা। এখনকার কলকাতায় দেখা সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড় নাকি তিনিই।
রাকার সরস গল্প, “যুবভারতী ক্রীড়াঙ্গন। পেনাল্টি বক্সের ভিতরে দাঁড়িয়ে আছেন টোলগে ওজবে। রাইট ফুল ব্যাক উইং ধরে উঠে এসেছেন কর্নার লাইনে। অনবদ্য ক্রস। টোলগের হেডে বছরের সেরা গোল। কিন্তু আমার চোখ গেল ওর কোমর আর পিঠের মাঝে। ইউ এস মেরিনের সাদা-কালো ট্যাটুতে।”
আমার বান্ধবীদের কাছে টোলগের সেক্স অ্যাপিল ওর গোলে নয় ট্যাটুতে।
মার্কশিট

মুখ হাইট চুল বডি মোট গড়
রোনাল্ডো ৩৫ ৮.৭৫
মেসি ৩৪ ৮.৫
পিকে ১০ ৩৪ ৮.৫
জ্যাভি ৩৩ ৮.২৫
টোলগে ৩০ ৭.৫
মোট নম্বর ৪০



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.