আসন্ন পঞ্চায়েত ভোটে আসন বিলির ক্ষেত্রে ‘সম্মানজনক সূত্র’ রাখার দাবি তুলল আরএসপি। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের তপনে দলের যুব সংগঠনের জেলা সম্মেলনে সভায় এ কথা জানান আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী এবং জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী। ক্ষিতিবাবু বলেছেন, “আমরা আশা করব আগামী পঞ্চায়েত ভোটে বামফ্রন্টের আসন বিলির ক্ষেত্রে সম্মানজনক সূত্র থাকবে। তাতে আসন বিলি নিয়ে মনোমালিন্য এড়ানো যাবে।” সম্মানজনক সূত্রের ব্যাখ্যা দিতে গিয়ে আরএসপি নেতারা যা বলেছেন তার মর্মার্থ, বামফ্রন্টের বর্তমান সূত্র অনুযায়ী জেতা আসনের বিষয়টি প্রাধান্য পায়। এর পরেই কোনও দল কোন আসনে অপেক্ষাকৃত বেশি ভোটে এগিয়ে রয়েছে তা বিবেচ্য হয়। কিন্তু এ বার ক্ষিতিবাবু, বিশ্বনাথবাবুরা চান, আগামী পঞ্চায়েত ভোটে আসন রফার ক্ষেত্রে বামফ্রন্টকে প্রতিটি এলাকার রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে সূত্র তৈরি করতে হবে। বিশ্বনাথবাবু এই দিন বলেন, “রাজ্যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। বামফ্রন্টগত ভাবে পঞ্চায়েতে আসন বণ্টন নীতিতে সম্মানজনক সূত্র থাকা জরুরি।” এ দিন দলের ‘শক্ত ঘাঁটি’ বলে পরিচিত তপন ব্লকের করদহ হাই স্কুল মাঠে আরওয়াইএফের ষষ্ঠ জেলা সম্মেলনের সমাবেশ হয়। সম্মেলন চলবে দু’দিন। দু’দিনের ওই সম্মেলন ঘিরে বিতর্ক দানা বাঁধছে স্কুল মহলে। কারণ, যে করদহ হাই স্কুলে সম্মেলন হচ্ছে তা দু’দিন বন্ধ রাখা হয়েছে। রাজনৈতিক দলের জেলা সম্মেলনের জন্য স্কুল বন্ধ দেওয়া যায় কি না সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র। তিনি বলেন, “রাজনৈতিক দলের অনুষ্ঠানের জন্য স্কুল বন্ধ করা যায় না। জেলা শিক্ষা দফতরে সব জানিয়েছি। দেখা যাক কী ব্যবস্থা নেওয়া হয়।”
পরিচালন সমিতির সম্পাদক তথা আরএসপি নেতা অলক ঘোষের দাবি, “স্কুলে বার্ষিক পরীক্ষা হয়ে গিয়েছে। আপাতত ক্লাস হচ্ছে না। সে জন্য সমিতির বৈঠক ডেকে দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। স্কুলের অন্য কাজ হয়েছে।” প্রধানশিক্ষক রতন সরকার বলেন, “এ দিনও ফর্ম ফিল-আপ হয়েছে। বুধবারও তা চলবে। ক্লাস বন্ধ রয়েছে।” |