দীর্ঘদিন বেহাল বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি অবধি ৩১সি জাতীয় সড়কের কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে কাজ শুরু হতেই প্রায় ২২ কিলোমিটার দু’পাশের রাস্তার ধারে থাকা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের বক্তব্য, জাতীয় সড়ক কর্তৃপক্ষ মূল রাস্তার দুই ধারে ২০ ফুট জায়গা খালি করে দিতে বলেছি। এতটা এলাকা ফাঁকা করতে গেলে বিভিন্ন এলাকার প্রায় ১ হাজার ব্যবসায়ীয় ক্ষতির মুখে পড়বেন। মঙ্গলবার হাতিঘিসা ব্যবসায়ী সমিতি এবং নকশালবাড়ি সিপিএমের তরফে বিষয়টি দেখার জন্য নকশালবাড়ির বিডিও শুভব্রত মণ্ডলকে জানানো হয়েছে।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ এবং হাতিঘিসা লোকাল কমিটির সম্পাদক মাধব সরকার একযোগে জানান, এই রাস্তাটি সংস্কারের জন্য আমরাও দীর্ঘদিন আন্দোলন করেছি। কাজ শুরু হওয়ায় আমরা খুশি। রাস্তার দু’ধারে বিহারমোড়, অটল, নকশালবাড়ি, টুকুরিয়া,রথখোলা,পানিট্যাঙ্কি-মত এলাকার বহুদিন থেকে ব্যবসায়ীরা ব্যবসা করছে। আমরা বলেছি ২০ ফুটের বদলে তা ১০-১৫ ফুটের মধ্যে রাখা হোক। এতে ব্যবসায়ীরা উপকৃত হবে। তার পরেও কেউ রাস্তার ধারে থাকলে আমরাই দায়িত্ব নিয়ে তাদের সরিয়ে দেব। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দেওয়া হোক। জোরজবরদস্তি হলে সমস্যা হতে পারে বলে তাঁরা জানিয়ে দিয়েছেন।
প্রশাসনিক সূত্রের খবর, ওই রাস্তার জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যত দ্রুত সম্ভব রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিডিও বলেন, “বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।” আর জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্মল মণ্ডল শুধু বলেন, “সরকারি নিয়ম মেনে যা করণীয় তাই করা হবে।” |