দুই এসইউসি কর্মী খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠল সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে কুলতলি থানার জালাবেড়িয়া- ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খালপাড় মোড়ে ওই খুনের ঘটনা ঘটে। চলন্ত মোটরভ্যান থেকে নামিয়ে দুই এসইউসি কর্মীকে গুলি করে চপার দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম রামকৃষ্ণ সর্দার (৩০) ও হরিদাস মণ্ডল (২৪)।
মৃতদের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) অলোক রাজোরিয়া বলেন, “খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।” |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতদের বাড়ি জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের কাছাড়িপাড়া গ্রামে। মঙ্গলবার ভোরে পেশায় দিন মজুর রামকৃষ্ণ ও হরিদাস বাড়ির সামনের রাস্তা থেকে মোটরভ্যানে চেপে জামতলা বাজারের পথে যাচ্ছিলেন। মোটরভ্যানে চালক-সহ চারজন ছিলেন। ছিলেন রামকৃষ্ণ সর্দারের ভাগ্নে ঊষাপদ মণ্ডল ও ভ্যানচালক।
চালক ও আর এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্তকারীরা জানান, প্রায় মিনিট সাতেক মোটরভ্যানটি চলার পর খালপাড় এলাকায় আচমকা বোমাবাজি শুরু হয়। মোটরভ্যানের সামনে তিন চারটি বোমা ফাটে। তারপর রামকৃষ্ণ ও হরিদাসকে গুলি করা হয়। রামকৃষ্ণর পেটে ও বুকে গুলি লাগে। হরিদাসের মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। হরিদাসের মৃতদেহ রাস্তার পাশে পুকুর ফেলে দেওয়া হয়। রামকৃষ্ণর মৃতদেহ রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঊষাপদবাবু ও মোটরভ্যানের চালক কোনওরকমে পালিয়ে বাঁচেন।
রামকৃষ্ণ সর্দারের স্ত্রী ভদ্রা সর্দার বলেন, “আমার স্বামীকে কেন খুন করা হল বুঝতে পারছি না।” তবে হরিদাস মণ্ডলের দাদা মাধব সর্দার বলেন, “কয়েক দিন আগে রাস্তা সারানো নিয়ে সিপিএম পরিচালিত জালাবেড়িয়া-২ নম্বর পঞ্চায়েতের প্রধান-সহ কয়েক জন সদস্যর সঙ্গে হরিদাসের ঝগড়া হয়। সে কারণেও খুন হয়ে থাকতে পারে।” খুনের ঘটনায় সিপিএম জড়িত বলে অভিযোগ জয়নগরের এসইউসি বিধায়ক তরুণ মণ্ডলের। সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের দুই দলীয় সদস্যকে খুন করেছে বলে অভিযোগ তরুণবাবুর। তিনি বলেন, “পঞ্চায়েতের আগে সন্ত্রাস সৃষ্টি করতে সিপিএম এসইউসি কর্মীদের খুন করছে।”
সিপিএমের জেলা সম্পাদক সুজন চক্রবর্তী নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “মৃত্যুর ঘটনা সব সময়ই দুঃখজনক। পুলিশ নিরপেক্ষ ভাবে তদন্ত করলেই বিষয়টি স্পষ্ট হবে। এই ঘটনায় সিপিএমের কেউ জড়িত নয়। মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” খুনের ঘটনার প্রতিবাদে আজ, বুধবার এলাকায় ১২ ঘন্টা বনধ্ পালন করবে এসইউসিআই। |