অকৃতকার্যরা পাশ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অভিভাবক ও বহিরাগতদের চাপে পড়ে শেষপর্যন্ত টেস্টে অকৃতকার্য ছাত্রদের মাধ্যমিকে বসার অনুমতি দিল কৃষ্ণনগর এ ভি হাই স্কুল কতৃপক্ষ। টেস্টে অকৃতকার্য ২৪ জন ছাত্রকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেয় স্কুল কতৃপক্ষ। কিন্তু স্কুলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে অকৃতকার্য ছাত্র ও তাদের অভিভাবকেরা মিলে মঙ্গলবার দুপুরে প্রধানশিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ধীরে ধীরে জড়ো হওয়া কিছু বহিরাগতরাও অকৃতকার্যদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানায়। বিক্ষোভরতদের ‘আব্দার’, স্কুল কতৃপক্ষের এই সিদ্ধান্তে ২৪ জন ছাত্রের ভবিষৎ অনিশ্চিত হয়ে পড়বে। স্কুলের প্রধানশিক্ষক কাজলকান্তি বিশ্বাস বলেন, ‘‘পাঁচ বা ততোধিক বিষয়ে অকৃতকার্য ওই পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তাদের মাধ্যমিকে বসতে দিতে চাইনি। কিন্তু বহিরাগতদের চাপে পড়েই আমরা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলাম।’’ কিন্তু কারা এই বহিরাগত? স্কুল পরিচালন সমিতির সম্পাদক কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর স্বপন সাহা বলেন, ‘‘মূলত তৃণমূল সমর্থক বহিরাগতদের চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’’ সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য এসএম সাদি বলেন, ‘‘অকৃতকার্য ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে তৃণমূলের চাপ সৃষ্টি ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে অশনি সংকেত বয়ে আনবে।’’ রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বক্তব্য, ‘‘কংগ্রেস নেতা স্বপনবাবু ওই স্কুলের কর্মকর্তা। তিনি অকৃতকার্যদের পাশ করিয়ে দেওয়ার ব্যাপারে মূল হোতা।”
|
নলি কাটা অবস্থায় দেহ উদ্ধার চাকদহে
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট
|
ঘরের মধ্যে থেকে গণপতি বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের বাড়ি চাকদহের শিমুলিয়ার পূর্বপাড়া এলাকায়। সোমবার রাতে পুলিশ গলায় নলি কাটা অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত দু’টো নাগাদ গনপতিবাবুর স্ত্রী অঞ্জলি বিশ্বাস চিৎকার করে ওঠেন। সেই ডাক শুনে প্রতিবেশিরা গিয়ে দেখেন ঘরের মেঝেতে পেশায় দিনমজুর গনপতিবাবুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু তা অবশ্য পরিস্কার নয়। মৃতের স্ত্রী অঞ্জলিদেবী এ ব্যাপারে চাকদহ থানায় খুনের নালিশ করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অঞ্জলিদেবীকে আটক করেছে। পুলিশের ধারনা তাঁকে জিজ্ঞাসাবাদ করে খুনের একটা কিনারা হতে পারে। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।”
|
হামলার প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
শহরের উত্তর কালীনগরে একটি বাড়ির কালীপুজোয় একদল দুষ্কৃতী হামলা চালাল। দুষ্কৃতীরা বোমাবাজি করে ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। মঙ্গলবার রাতের এই ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কংগ্রেসের পুরপ্রধান অসীম সাহার অভিযোগ, “এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ওই পুজোয় উপস্থিত থাকা আমাদের দলে সদ্য যোগ দেওয়া দেবানন্দ শর্মাকে খুন করার উদ্দেশ্যেই এই হামলা হয়েছে বলে আমাদের ধারণা।” শহর তৃণমূল সভাপতি শিবনাথ চৌধুরী অভিযোগ অস্বীকার করেছেন।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
ঝুলন্ত অবস্থায় প্রসেনজিৎ মণ্ডল (২৫) নামে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি চাকদহের রায়ডাঙা এলাকায়। মঙ্গলবার সকালে বাড়ির পিছনে গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। |