শীতে নাটকে মেতেছে দুই জেলা |
• বহরমপুর রবীন্দ্রসদনে ‘ঋত্বিক’ আয়োজিত ১২ বছরের ‘দেশ বিদেশের নাট্যমেলা’ শেষ হওয়ার আগেই কান্দিতে শুরু হবে আরও দু’টি নাট্যমেলা। বহরমপুর রবীন্দ্রসদনে গত ১২ ডিসেম্বর শুরু হওয়া ‘দেশ বিদেশের নাট্যমেলা’ শেষ হবে ২৪ ডিসেম্বর। তার দু’দিন আগেই ২২ শনিবার ডিসেম্বর কান্দি মহকুমার বড়ঞা থানার পাঁচথুপির প্রস্তাবিত নাট্যমঞ্চ প্রাঙ্গণে শুরু হচ্ছে ‘পাঁচথুপি উদয়ন’ নামের নাট্যগোষ্ঠী আয়োজিত তাদের ত্রয়োদশ নাট্য উৎসব। পাঁচ দিনের ওই নাট্যোৎসব চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ‘উদয়ন’-এর নাট্যোৎসব শেষ হওয়ার আগের দিন ২৫ ডিসেম্বর পাঁচথুপি থেকে ১৫ কিলোমিটার দূরে কান্দি মহকুমা শহরের হ্যালিফক্স মাঠে শুরু হবে ‘ঝড়’ নাট্যগোষ্ঠীর ১৫তম বছরের ‘সারা বাংলা নাট্য উৎসব’। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
•
২২ ডিসেম্বর বিকালে ‘মফস্বল থিয়েটার চর্চার সংকট ও সম্ভবনা’ বিষয়ে আলোচনা দিয়ে ‘পাঁচথুপি উদয়ন’-এর নাট্যোৎসব শুরু হবে। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে দু’টি নাটক, উদয়নের প্রযোজনা ‘মিলনবিনা’ ও গোবরডাঙা নকশার নাটক ‘বিলাসীবালা’। দ্বিতীয় সন্ধ্যায় নীলাভ চট্টোপাধ্যায় নাটকের গান পরিবেশনের পর মঞ্চস্থ হবে অশোকনগরের নাট্যদল ‘নাট্যমুখ’-এর প্রযোজনা ‘দিবারাত্রির গদ্য’। ২৪ ডিসেম্বর প্রথমে রয়েছে শুভাশিস সিংহ স্মারক বক্তৃতা। বিষয় ‘সংস্কৃৃতি চর্চার সেকাল একাল’। এরপরে ‘মালদা মালঞ্চ’ মঞ্চস্থ করবে ‘রানির ঘাটের বৃত্তান্ত’। ২৫ ডিসেম্বর রয়েছে দু’টি নাটক, ‘শান্তিপুর সাংস্কৃতিক’র ‘e-চ্ছে কুসুম’ ও দত্তপুকুরের সংস্থা ‘দৃষ্টি’র ‘জুতা আবিষ্কার’। ২৬ ডিসেম্বর সমাপ্তি সন্ধ্যায় রয়েছে দু’টি নাটক, ‘পাচথুপি উদয়ন’-এর ‘ফচকে নোটের ফিচলেমি’ ও সিউড়ির ‘আত্মজ নাট্যসংস্থা’র নাটক ‘নাসিরুদ্দিন মোল্লা’।
•
২৫ ডিসেম্বর কত্থক নৃত্যানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ‘ঝড়’ নাট্যগোষ্ঠী আয়োজিত ১৫তম বছরের ‘সারা বাংলা নাট্য উৎসব’। সূচনা সন্ধ্যায় রয়েছে ‘মালদা মালঞ্চ’-এর নাটক ‘রানির ঘাটের বৃত্তান্ত’ ও বাংলাদেশের ‘থিয়েটারওয়ালা’র নাটক ‘সাইলক’। ২৬ ডিসেম্বর রয়েছে দমদমের নাট্যসংস্থা ‘স্বপ্নিল’-এর নাটক ‘ক্যাানভাস’, বাটানগরের ‘গান্ধার’ গোষ্ঠীর নাটক ‘বিপন্ন অলকেন্দু’ এবং বাংলাদেশের ‘শব্দ নাট্য চর্চা কেন্দ্র’-এর নাটক ‘রাইফেল’। ২৭ ডিসেম্বর রয়েছে বারাসতের ‘কাল্পিক’-এর নাটক ‘ছেলেটা’, কলকাতার ‘যাত্রীদল’-এর নাটক ‘অনিকেত’ ও দক্ষিণ ২৪ পরগনার ‘বাটানগর ইউনিট থিয়েটার’-এর নাটক ‘পেন্নাম কলকাতা’। ২৮ ডিসেম্বর রয়েছে সিউড়ির ‘আত্মজ নাট্যসংস্থা’র নাটক ‘নাসিরুদ্দিন মোল্লা’, কলকাতার ‘শোহন’-এর নাটক ‘হীরামন’ ও বরানগরের ‘রঙ্গবিন্দু’-র নাটক ‘তোমার আকাশ তোমার বাতাস’। ২৯ ডিসেম্বর ‘ব্যান্ডেল আরোহী’র নাটক ‘যমুনা দাসীর ঘরকন্না’, কলকাতার ‘সবাক’ নাট্যগোষ্ঠীর নাটক ‘শেষ গোধুলির গান’ এবং ‘ব্যান্ডেল আরোহী’র নাটক ‘হলুদ রঙের টি শার্ট’। ৩০ ডিসেম্বর সিউড়ির ‘আনন’-এর নাটক ‘কহেন কবি কালিদাস’, বহরমপুর ‘ঋত্বিক’-এর ‘জাগরণ পালা’। ৩১ ডিসেম্বর সমাপ্তি সন্ধ্যায় রয়েছে দু’টি নাটক বর্ধমানের ‘স্বপ্ন অঙ্গন’-এর নাটক ‘যশোদা মা’ ও কলকাতার আখর’-এর নাটক ‘মালা চন্দন’।
|
|
কৃষ্ণনগর রবীন্দ্র সদনে পণ্ডিত কুমার বসু। নিজস্ব চিত্র। |
|
বহরমপুর রবীন্দ্রসদনে ‘ঋত্বিক’ আয়োজিত ১২তম বছরের ‘দেশ বিদেশের নাট্যমেলার ১৩ দিনের মধ্যে ৭ দিন অতিবাহিত হয়ে গেল। আজ বুধবার মঞ্চস্থ হবে ‘থিয়েটার প্ল্যাটফর্ম’-এর নাটক ‘ধ্রুবা’। পর দিন বৃহস্পতিবার মঞ্চস্থ হবে দু’টি নাটক উড়িষ্যার ‘নাট্যচেতনা’ গোষ্ঠীর ‘চ্রিং চ্রিং’ ও ‘ইন্দো-কোরিয়া’ মিলিত প্রযোজনা ‘দ্য মাউন্টেন ক্রাইজ’। ২১ ডিসেম্বর রয়েছে ‘সংলাপ’-এর নাটক ‘নিরাশ্রয়’। ২২ ডিসেম্বর মঞ্চস্থ হবে ‘দৃশ্যপট’-এর নাটক ‘আগুনের বর্ণমালা’। ২৩ ডিসেম্বর রয়েছে ‘পূর্ব পশ্চিম’-এর নাটক ‘ভালোমানুষ’। ২৪ ডিসেম্বর নাট্যমেলার সমাপ্তি সন্ধ্যায় অভিনীত হবে বাংলাদেশের ‘থিয়েটারওয়ালা’র নাটক ‘শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস’
|
নবদ্বীপ পুরসভার আয়োজনে মঙ্গলবার নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত হল যুব সংসদ প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলে মোট ১৫টি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। যুব সংসদে প্রথম স্থান অধিকার করে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় তারাসুন্দরী বালিকা বিদ্যালয়। প্রশ্নোত্তরে প্রথম হয়েছে আর সি বি সারস্বত মন্দির, দ্বিতীয় বঙ্গবাণী।
|
নবদ্বীপ সাহিত্য সমাজের ষষ্ঠবর্ষপূর্তি অনুষ্ঠিত হল। গত রবিবার নবদ্বীপ সাধারণ গ্রন্থাগার মঞ্চে ওই অনুষ্ঠান হয়। সেখানে কবি দেবদাস আচার্যকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে শ্রীচৈতন্য দেব ও লোকসংস্কৃতি বিষয়ে বক্তব্য রাখেন লোকসংস্কতি গবেষক শেখ মকবুল ইসলাম। বঙ্কিম সাহিত্যে স্বদেশ ভাবনা বিষয়ে বলেন শিক্ষাবিদ তুষার পণ্ডিত।
|
জিয়াগঞ্জ থেকে প্রকাশিত ‘অনুভব’ পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে স্থানীয় স্টিমারঘাটে অনুষ্ঠ্ত হল সদ্য প্রয়াত পণ্ডিত রবিশঙ্কর স্মরণ অনুষ্ঠান। সোমবার বিকালের ওই অনুষ্ঠানে আলোটনা করেন অধ্যাপক প্রীতিকুমার রায়চৌধুরী ও পত্রিকা সম্পাদক সমীর ঘোষ-সহ অনেকে। সংগীত পরিবেশন করেন মিতশ্রী রায়। |