|
|
|
|
ঝাড়গ্রাম রাজ কলেজ |
৩০ জানুয়ারি ভোট ছাত্র সংসদে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আগামী ৩০ জানুয়ারি ঝাড়গ্রাম রাজ কলেজে ছাত্র সংসদের নির্বাচন হতে চলেছে।
মঙ্গলবার দুপুরে কলেজের সভাঘরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমলেন্দু রায় ও মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন-সংক্রান্ত এক বৈঠক হয়। ওই বৈঠকে সর্বসম্মত ভাবে নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এ দিনই কলেজের নোটিস বোর্ডে নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, ১৬ জানুয়ারি মনোনয়ন পত্র সংগ্রহ করার দিন। মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ১৭ ও ১৮ জানুয়ারি। ওই দু’টি দিনে মনোনয়ন পত্র পরীক্ষাও করা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন হল ১৯ জানুয়ারি। কলেজ সূত্রে জানা গিয়েছে, এ দিন ৮টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে হাজির ছিলেন। তবে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনের কোনও প্রতিনিধি ওই বৈঠকে হাজির হননি।
জঙ্গলমহলে অশান্তির কারণে ২০০৭ সালের পর থেকে তিন বছর রাজ কলেজে ছাত্র সংসদের নির্বাচন করা যায়নি। ২০০৮ সাল পর্যন্ত রাজ কলেজের ছাত্র সংসদের ক্ষমতায় ছিল এসএফআইয়ের নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’। রাজ্যে পালা বদলের পর গত বছর ২০ ডিসেম্বর রাজ কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দিন স্থির হয়। গত বছর কেবলমাত্র টিএমসিপি মনোনয়নপত্র দাখিল করে। মনোনয়নপত্র দাখিল করতে না-পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এসএফআইয়ের নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’। ২০১২ সালের নভেম্বর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত।
গত ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিলেন তৎকালীন অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ী। তার আগেই অবশ্য কলেজ চত্বরে অনভিপ্রেত ঘটনা ঘটে। দু’দল ছাত্রের মারামারি থামাতে গিয়ে নিগৃহীত হন অধ্যক্ষ কিশোরবাবু। তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ওই দিন বিকেলেই টিএমসিপি’র দাবি মেনে কলেজে এসে নির্বাচন সংক্রান্ত বৈঠক করে ১৩ অক্টোবর ভোটের দিন ঘোষণা করেন কিশোরবাবু। আদালতের স্থগিতাদেশ থাকায় নির্বাচন অবশ্য হয়নি।
ইতিমধ্যে আদালত পরবর্তী এক নির্দেশে জানায়, মহকুমাশাসকের তত্ত্বাবধানে রাজ কলেজে নির্বাচন করতে হবে। এর জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ মেনে রাজ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৫ ডিসেম্বর নির্বাচনের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতরে এক বৈঠক হয়। ১৮ ডিসেম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হবে বলে ঠিক হয় সেই বৈঠকে। |
|
|
|
|
|