ওয়ান ডে-তে নেই ট্রট, অ্যান্ডারসন |
খলনায়ক কেপি এখন সতীর্থদের ‘ডার্লিং’ |
কয়েক মাস আগেই এক ঝাঁক সাংবাদিকের সামনেই বলেছিলেন, “এই ড্রেসিংরুমে থাকা আর সম্ভব হচ্ছে না।”
সতীর্থদের সঙ্গে একই ড্রেসিংরুমে টিকতে পারছিলেন না। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের টেক্সট মেসেজ করে দলের অধিনায়কের নামে যা-তা মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠেছিল তাঁর নামে। সেই কেভিন পিটারসেন আজ ইংল্যান্ড ড্রেসিংরুমের ‘ডার্লিং’! সবার এতটাই প্রিয় হয়ে উঠেছেন কেপি যে, সোমবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর তাঁর জামায় দলের প্রত্যেকেই অটোগ্রাফ দিয়ে দিলেন।
সোমবার মধ্যরাত পর্যন্ত সিরিজ জয়ের আনন্দ, হই-হুল্লোড় চলেছে। দুপুরে নাগপুরের র্যাডিসন ব্লু হোটেলের লবিতে পৌঁছে দেখা গেল কেপি ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ার খোশগল্প করছেন। কেপি-র এখান থেকেই মুম্বই হয়ে দেশে ফিরে যাওয়ার কথা ক্রিসমাসের জন্য। অ্যালিস্টার কুকও তাঁর সঙ্গে ফিরবেন। টি-২০ দলে যাঁরা রয়েছেন, তাঁরা বাদে সকলেরই এখন একই গন্তব্য। টি-২০-র দল নিয়ে ফ্লাওয়ার এ দিন বিকেল পাঁচটায় চার্টার্ড ফ্লাইটে পুণে উড়ে গেলেন। |
ভারত সফরেই ইংল্যান্ডের অফিসিয়াল ব্রডকাস্টার স্কাই স্পোর্টস এক বিশেষ সিরিজ বানাচ্ছে কুকদের সাফল্য নিয়ে। সে জন্যই এ দিন তারা ফ্লাওয়ারের সাক্ষাৎকার শু্যট করলেন দুপুরে। সেখানে ফ্লাওয়ার রীতিমতো খোশমেজাজে। বললেন, “দলের ছেলেরা ভারতীয় উপমহাদেশের মাটিতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ভাল বল করছে, ২০ উইকেট নিতে শিখে ফেলেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমদাবাদে হারের পরও যে ভুল থেকে শিক্ষা নিতে পেরেছে আমাদের ছেলেরা, এটাও কম বড় ব্যাপার নয়। ইংল্যান্ডের ক্রিকেটে এটা দারুণ গর্বের সময়।” |
জিওফ্রে বয়কট বলছেন
...ভারত সফর করাটা এখন আগের চেয়ে অনেক সহজ। হোটেলগুলো ভাল। বড় শহরগুলোতে
ইংলিশ ডিশ খুব ভাল পাওয়া যায়। ট্র্যাভেলিংয়ের মানও বেড়েছে। তেমনই খারাপ হয়েছে ভারতীয়
ক্রিকেট দলের স্ট্যান্ডার্ড। হরভজন-জাহির অতীতের ছায়ামাত্র। সচিন আর সেই আগের
গ্রেট ব্যাটসম্যান নেই। লক্ষ্মণ-দ্রাবিড় তো অবসরপ্রাপ্তই... |
|
আগের দিনই সাংবাদিক বৈঠকে ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, “আমাদের কাছে দিনটা ‘স্পেশাল’। পুরো সফরটাই। আমদাবাদে ওভাবে হারের পরও যে আমরা লড়াইয়ে ফিরতে পেরেছি, তার জন্য আমাদের ব্যাটসম্যান ও বোলারদের কৃতিত্ব সমান।” জামথায় পাহাড়প্রমাণ পার্টনারশিপ গড়ে ভারতীয়দের লড়াই শেষ করে দেন যে দু’জন, সেই জোনাথন ট্রট ও ইয়ান বেল চতুর্থ দিনে ভারতীয় বোলারদের সঙ্গে উত্তপ্ত কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র অনুতাপ নেই। রবীন্দ্র জাডেজার হাত থেকে ছিটকে যাওয়া বলে বাউন্ডারি মারা নিয়ে ট্রট তো ইংলিশ মিডিয়ায় বলেছেন, “যা করেছি ঠিকই করেছি। ওই সময় একটু মজারও দরকার ছিল, রানেরও। তাই ভুল করিনি।” ইয়ান বেলও তাঁর সতীর্থকে সমর্থন জানিয়ে বলেন, “আমি হলেও তাই করতাম। এতে কোনও ভুল বা অন্যায় নেই।”
ট্রটকে অবশ্য ওয়ান ডে সিরিজের দলে রাখা হয়নি। নেই অ্যান্ডারসনও। |