টুকরো খবর
শ্রীরামপুরে সাহিত্য আসর
সপ্তদশ সর্ববঙ্গজনীন প্রাত্যহিকী সাহিত্য সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল শ্রীরামপুর রাজবাড়ির ঠাকুরদালানে। আয়োজক শ্রীরামপুরের সারস্বত চর্চা মঞ্চ ‘প্রাত্যহিকী আড্ডা’। আয়োজকদের পক্ষে বিশ্বনাথ পাকড়াশি এবং বহ্নিশিখা ঘটক জানান, আকাশবাণী কলকাতায় প্রচারিত একটি অনুষ্ঠানের পত্রলেখক এবং শ্রোতারা ওই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের মঞ্চ করা হয় উইলিয়াম কেরি এবং হরফ শিল্পের পুরোধা পঞ্চানন কর্মকারের নামে। কেরির সার্ধদ্বিশতবর্ষ পূর্তিকে স্মরণ করে একটি সিডি-ও এ দিন প্রকাশ করেন উদ্যোক্তারা। সিডি-র নাম দেওয়া হয়েছে ‘শ্রীরামপুর অভিমুখ’।

সিঙ্গুরে বইমেলা
ষোড়শ বর্ষ সিঙ্গুর বইমেলা শনিবার থেকে শুরু হয়েছে। অপূর্বপুর বীণাপানি ক্লাব ময়দানে (কামরাঙা মাঠ) মেলা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। শনিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য এবং কবি সুবোধ সরকার। উদ্যোক্তাদের তরফে অসিত নিয়োগী জানান, বইমেলা প্রাঙ্গণের নামকরণ করা হয়েছে প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এবং সৈয়দ মুস্তাফা সিরাজ স্মরণে। ৪৫টি প্রকাশনা সংস্থা ও পুস্তক বিক্রেতা স্টল দিয়েছেন। থাকছে লিটল ম্যাগাজিনের স্টলও। পাশাপাশি, বিজ্ঞান প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হয়েছে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, একাঙ্ক নাটক-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মেলা কমিটির যুগ্ম সম্পাদক অমরনাথ চন্দ্র জানান, যাঁরা বই কিনবেন উদ্যোক্তাদের নিজস্ব তহবিল থেকে তাঁদের বাড়তি কমিশন দেওয়া হবে।

জখম ২ পুলিশকর্মী
কর্তব্যরত অবস্থায় গাড়ির ধাক্কায় আহত হলেন দুই পুলিশকর্মী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর মোড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানায়, দুপুরে বাইকে টহল দিচ্ছিলেন স্বপন বড়ুয়া এবং মিলন দাস। স্বপনবাবু সিঙ্গুর থানার কনস্টেবল। মিলন ব্যারাকপুরের একটি ব্যাটেলিয়নের কর্মী। বর্ধমানমুখী একটি গাড়ি বাইকে ধাক্কা মারলে দুই পুলিশকর্মী ছিটকে পড়েন। স্বপনের পায়ে ও মিলনের মাথায়-কোমরে চোট লাগে। দু’জনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। পুলিশ গাড়ি আটক করেছে। ধৃত চালক।

অভিজ্ঞানের অনুষ্ঠান
সম্প্রতি সুরাঙ্গন অভিজ্ঞানের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। সংগঠনের জগবন্ধু মঞ্চে ওই অনুষ্ঠান হয় বলে জানান উদ্যোক্তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.