গরমিলের অভিযোগ নিয়ে তদন্ত শেষ করে মঙ্গলবারেই আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছিল প্রশাসন। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাতেই অসুস্থ হয়ে মারা গেলেন তিনি। নির্মল বেতাল (৫৩) নামে ওই ব্যক্তি আরামবাগের মোবারকপুর কৃষি সমবায় সমিতির ম্যানেজার ছিলেন। সেখানকার এক মাত্র স্থায়ী কর্মীও ছিলেন তিনি-ই। এই পরিস্থিতিতে সমবায় চালানো নিয়ে ফাঁপরে পড়েছে প্রশাসন। ঋণ আদৌ মিলবে কিনা, তা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা।
ম্যানেজারের আকস্মিক মৃত্যুতে সমিতির পরিষেবা নিয়ে সঙ্কট দেখা দিল বলে ব্লক প্রশাসনের অফিসাররোও স্বীকার করছেন। পরিষেবার দিকটিও সঙ্কটে। এই পরিস্থিতিতে সমবায় দফতরের তরফে ওই সমিতির পুনরুজ্জীনের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। সমবায় দফতরের আরামবাগের সার্কেল ইনস্পেক্টর সুজন দে অবশ্য বলেন, “সমবায়টিকে খুব শীঘ্রই যাতে সক্রিয় করা যায়, সে জন্য সর্বতো ভাবে চেষ্টা চলছে।”
স্থানীয় চাষিদের অভিযোগ, ওই সমবায়ের ম্যানেজার অনিয়ম করায় আলুচাষের মরসুমে তাঁরা ঋণ পাচ্ছেন না। সোমবার এ নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু হয়। ওই সমবায়ের অনুমোদন করা ঋণ সেন্টাল কো-অপারেটিভ ব্যাঙ্ক আটকে দেয়। প্রশাসন সূত্রের খবর, প্রথম দিনের তদন্তে বেশ কিছু অসঙ্গতি ধরাও পড়েছে। ব্লক সমবায় দফতর সূত্রে জানা গিয়েছে, সমিতির গোটা ব্যাপার নির্মলবাবুই দেখাশোনা করতেন। ওই সমবায় থেকে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়। গত এক বছর ধরে পরিচালন সমিতি নেই। এক জন মাত্র অস্থায়ী কর্মী আছেন। ওই রাতেই কলকাতার একটি হাসপাতালে নির্মলবাবুর মৃত্যু হয়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি অসুস্থ ছিলেন। |