|
|
|
|
যানজটের গোলকধাঁধায় রাঁচি |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ট্রাফিক আইন অমান্য করার প্রতিযোগিতায় বিপর্যস্ত রাজধানী রাঁচির সড়ক পরিবহণ ব্যবস্থা। যান-শাসনের ফাঁক গলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটে জড়িয়ে পড়ছে রাজধানীর গলি থেকে রাজপথ। যানজটের গোলকধাঁধায় আটকে পড়ছে অ্যাম্বুল্যান্সও।
পাশাপাশি, রাজপথে ফুটপাথ না-থাকায় যানজটের ধাক্কায় প্রতি পদে বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারী মানুষজন। রাজধানী শহরের মর্যাদা প্রাপ্তির পর রাঁচিতে জনসংখ্যা এবং যানবাহন দুটোই দ্রুত গতিতে বেড়েছে এবং বাড়ছে। কিন্তু রাজধানীর সড়ক পরিকাঠোমোর কোনও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। রাঁচির সড়ক পরিবহণ ব্যবস্থার সাম্প্রতিক বেহাল দশার এটা অন্যতম কারণ বলে মনে করছেন রাজ্য পরিবহণ দফতরের কর্তাদের একাংশ। |
|
রাঁচির শহিদ চক। এই যানজট নিত্যদিনের ছবি। ছবি: হরদীপ সিংহ |
যান শাসনের আধুনিক ব্যবস্থা তো দূরস্থান, রাঁচির রাজপথের সর্বত্র ট্রাফিক সিগনালিং সিস্টেমই এখনও গড়ে ওঠেনি। এমনকী, শহরের সব ব্যস্ত রাস্তার মোড়ে দৈনিক ট্রাফিক পুলিশও চোখে পড়ে না। শহরের যান- শাসনের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা মনে করেন, রাস্তায় জায়গা কম, ফুটপাথ না-থাকা প্রভৃতি সুষ্ঠু যান-শাসন ব্যবস্থা গড়ে না ওঠার মূল কারণ। কিন্তু এখানে ট্রাফিক আইন অমান্য করে রাস্তায় গাড়ি চালানোর মানসিকতাও এক শ্রেণির মানুষের মধ্যে দেখা যাচ্ছে। ওই মানসিকতার পরিবর্তন না ঘটা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আসা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন রাঁচির পুলিশ সুপার (শহর) বিপুল শুক্ল।
পুলিশ সূত্রের খবর, রাঁচির রাস্তায় প্রাইভেট মোটরগাড়ির সংখ্যা হুহু করে বাড়ছে। দ্রুত বাড়ছে সিটি এবং দূরপাল্লার বাস, ট্রাক, লরি-সহ পণ্য যানের সংখ্যাও। পাশাপাশি, রাজধানীর পথঘাটে বাড়ছে অবৈধ অটোর দৌরাত্ম্য। সরকারি হিসেবে, রাঁচিতে অটো এবং যাত্রী পরিবহণের মিনিডোর মিলিয়ে দৈনিক হাজার দশেক গাড়ি চলছে। এর মধ্যে প্রায় অর্ধেকেরই বৈধ কাগজপত্র নেই। একই ভাবে বৈধ কাগজপত্র ছাড়া চলছে সহস্রাধিক মোটরবাইকও। সূত্রের খবর, সম্প্রতি অবৈধ অটোর বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে অভিযান বন্ধ রাখতে হয়েছে বেসরকারি ইউনিয়নের চাপে। |
|
|
|
|
|