টুকরো খবর
যুবক খুনে ধৃত পঞ্চায়েত কর্মী
যুবক খুনে জড়িত থাকার অভিযোগ পলাতক এক পঞ্চায়েত কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, ধৃতের নাম সঞ্জয় মণ্ডল। বাড়ি লাভপুরের তারামাডাঙায়। তিনি স্থানীয় চৌহাট্টা-মহোদরী ২ পঞ্চায়েতের কর্মসহায়ক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর বেলা ১১টা নাগাদ লাভপুরের গোগা প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি পুকুরে স্থানীয় সন্দীপন পাড়ার বাসিন্দা বছর ২৩-এর রানাপ্রতাপ দাসের দেহ ভাসতে দেখা যায়। তাঁর বাবা নবকুমার দাসের অভিযোগ, “ঘটনার দিন সকাল ৮টা নাগাদ ঘুম থেকে তুলে ছেলেকে ডেকে নিয়ে যায় সঞ্জয়।” পরে খবর আসে তাঁর ছেলের দেহ পুকুরে ভাসছে। গ্রামবাসীরা দেহটি জল থেকে তোলেন। এই মর্মে লাভপুর থনায় অভিযোগ দায়ের করেন মৃতের মা শ্যামলী দেবী। তার পর থেকে সঞ্জয় গা ঢাকা দেন বলে মৃতের পরিবারের অভিযোগ। মঙ্গলবার সকালে লাভপুর বাসস্ট্যান্ড এলাকায় সঞ্জয়কে দেখা যেতেই আটক করে মারধর শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ধৃতের বাবা ভবতারণ মণ্ডলের দাবি, “মিথ্যা অভিযোগে ছেলেকে ফাঁসানো হচ্ছে। তদন্ত হলেই পুরো ঘটনা জানা যাবে।” পুলিশ জানায়, ধৃতকে জেরা করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

তিনটি অপমৃত্যু
তিনটি পৃথক ঘটনায় মৃত্যু হল দুই যুবক-সহ এক বধূর। মৃতেরা হলেন নলহাটি থানার মিঞাপুর গ্রামের লোহারাম লেট (৩০), নজরুলপল্লি এলাকার তবরেজ শেখ (৩০) ও রামপুরহাট থানার পাথরা গ্রামের বধূ শ্যামলী লেট (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গ্রাম লাগোয়া ব্রাহ্মণী নদীর ধারে লোহারামকে পড়ে থাকতে দেখে বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানেই তিনি মারা যান। ওই দিনই হাসপাতালে মৃত্যু হয়েছে তবরেজের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই দুই যুবক কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। অন্য দিকে, পারিবারিক কারণে শ্যামলীদেবী বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান।

সংবর্ধনা জানাতে তৈরি সিউড়ি কলেজ
আজ বুধবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে আসছেন
রাষ্ট্রপতি। নিরাপত্তা খতিয়ে দেখছে পুলিশ। —নিজস্ব চিত্র।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ বুধবার তাঁর পুরনো কলেজে আসছেন। স্বাভাবিক ভাবে তাঁকে সংবর্ধনা জানাতে তৈরি সিউড়ি বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষ। কীর্ণাহারের মিরাটি গ্রামের স্বাধীনতা সংগ্রামী কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের ছোট ছেলে প্রণব মুখোপাধ্যায় কীর্ণাহার শিবচন্দ্র হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ওই কলেজে ভর্তি হন ১৯৫৩ সালে। সেখান থেকে প্রণববাবু বাংলায় স্নাতক হন। তাই তাঁকে সংবর্ধনা জানানোর জন্য আগে থেকে চেষ্টা চালাচ্ছিলেন কলেজ কর্তৃপক্ষ। আজ সেই শুভদিন। তাঁর হাতে তুলে দেওয়া হবে, এক সময় তিনি যে টিনের চালার ঘরে ক্লাস করতেন সেই ঘরের হুবহু মডেল। দেওয়া হবে তিনটি অ্যালবাম। তাতে থাকছে প্রণববাবুর সময়ে কলেজের মানচিত্রের ছবি ও তথ্য। আর থাকছে বর্তমান কলেজের হালহকিকত ও আগামী দিনে কলেজের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনার তথ্য। কলেজ সূত্রে জানা গিয়েছে, কলেজে বিভিন্ন সময়ে হওয়া পরিবেশ সংক্রান্ত তিনটি সেমিনার ও বক্তব্য নিয়ে গ্রন্থ প্রকাশিত হয়েছে। ওই গ্রন্থ তিনটিও প্রাক্তন ছাত্র প্রণববাবুর হাতে তুলে দেওয়া হবে।

চুরির চেষ্টা
দিনদুপুরে বাড়ির দশটি তালা ভেঙে চুরির চেষ্টা চালাল একদল দুষ্কৃতী। মঙ্গলবার দুপুরে রামপুরহাটের ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক কানাইলাল মুখোপাধ্যায় তখন ব্যবসার কাজে দোকানে ছিলেন। পরিবারের অন্য সদস্যেরা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। কানাইলালবাবু বলেন, “কেউ না থাকার সুযোগে দুপুর সাড়ে ১২টা নাগাদ কিছু দুষ্কৃতী বাড়ির পেছন দিক থেকে ঢুকে নীচের ও উপরতলার দশটি ঘরের তালা ভেঙে চুরির চেষ্টা করে। ওই সময় আমার দোকানের এক কর্মচারী বাড়িতে একটি সামগ্রী রাখতে গেলে চোরেদের দেখতে পান। ওই কর্মীকে দেখেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।” কিছু টাকা চুরি গিয়েছে বলে তাঁর দাবি। পুলিশে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটকও করেছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু

ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মৃতের নাম কৈলাসপতি মণ্ডল (৩৫)। বাড়ি মাড়গ্রাম থানার রানাপুর গ্রামে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে মাড়গ্রাম থানার বেসিক মোড় লাগোয়া বেসিক থেকে মাড়গ্রাম যাওয়ার প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনায় নির্মিত রাস্তায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় গাড়ি দু’টি দুর্ঘটনায় পড়ে। সংঘর্ষে গুরুতর জখম ওই যুবককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানিয়ে দেন। ট্রাকের চালক পলাতক। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।


প্রশিক্ষণ শিবির
মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে নাবার্ডের উদ্যোগে এবং ময়ূরেশ্বরের রাধানগর গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় স্থানীয় মহিষা বাসস্ট্যান্ড এলাকায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার দফতরে মঙ্গলবার থেকে শুরু হল সাত দিনের ধূপবাতি তৈরির প্রশিক্ষণ শিবির। ৬টি ৩০ জন মহিলা ওই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা যাতে ব্যাঙ্ক ঋণ নিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন সে জন্য এই ব্যবস্থা বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

লোক আদালতে নিষ্পত্তি
বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহের তত্বাবধানে রবিবার লোক আদালতের দু’টি বেঞ্চে একাধিক মামলার নিষ্পত্তি হল। একটি বেঞ্চের বিচারক ছিলেন পীযূষ ঘোষ ও তপনকুমার দে। অন্যটির রাজেশ চক্রবর্তী ও সঞ্জয় জয়সওয়াল। প্রায় ৫০টিরও বেশি ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত মামলা মিটেছে বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.