রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
কে তো রাস্তার বেহাল অবস্থা। তার ওপর রাস্তা সংস্কারের নামে খারাপ অংশে পাথর গুঁড়ো ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে ঠিক মতো রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে মুরারই নাগরিক সমিতির নামে এলাকাবাসীর একাংশ ভাদিশ্বর মোড়ে অবরোধ করেন।
এলাকার বাসিন্দা আসরাফ আলি, দিলীপ পিপারা, অরিণ দত্ত, উৎপল গঙ্গোপাধ্যায়, অসীম সাহাদের অভিযোগ, “মুরারই থেকে রঘুনাথগঞ্জ রাস্তার মুরারই থেকে মিত্রপুর পর্যন্ত, বোলপুর-রাজগ্রাম রাস্তার নলহাটি থেকে মুরারই এবং মুরারই থেকে ঝাড়খণ্ডের আমড়াপাড়া যাওয়ার রাস্তার মুরারইয়ের ভিতরের অংশ বেহাল। ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে। রাস্তা বেহালের জন্য রবিবার ভাদিশ্বর মোড় লাগোয়া রাস্তায় একটি গাড়ির চালক ও এক যাত্রী গুরুতর জখম হন। এ ছাড়া, ধুলো দূষণে বাসিন্দারা দরজা-জানালা খুলে রাখতে পারছেন না। বাধ্য হয়ে পথ অবরোধ করতে হয়েছে।”এদিকে, তিনটি রাস্তার মুখে অবরোধের ফলে মুরারই এলাকায় যানচলাচলে অসুবিধা হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ মুরারই থানার অফিসার ইনচার্জ মাধবচন্দ্র মণ্ডল ও মুরারই ১ ব্লকের বিডিও আবুল কালাম এলাকায় পৌঁছন। পরে বিডিও এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসেন। মুরারই থেকে মিত্রপুর পর্যন্ত ১২ কিমি রাস্তা সংস্কারের জন্য আজ বুধবার দরপত্র ডাকা হবেএই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বাসিন্দারা।
পূর্ত দফতরের (সড়ক) রামপুরহাট মহকুমা সহকারি বাস্তুকার সুজয় রায় প্রতিহার বলেন, “ওই ১২ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য আজ বুধবার দরপত্র ডাকা হবে। বোলপুর-রাজগ্রামের মধ্যে নলহাটি-চাতরা পর্যন্ত রাস্তার খারাপ অংশ খুব শীঘ্রই সংস্কার করা হবে।” অন্য দিকে, মুরারই-আমড়াপাড়া রাস্তার মধ্যে ৪.৮ কিলোমিটার রাস্তা বীরভূমের মধ্যে পড়ে। বাকি অংশ ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। বীরভূমের অংশটুকু সংস্কারের বিষয়ে পূর্ত দফতরের রামপুরহাট মহকুমা বাস্তুকার প্রিয়ঙ্কর মাজি বলেন, “পরিকল্পনা ও কত টাকা লাগবে তার হিসেব পাঠানো হয়ে গিয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.