পুরসভার আপত্তিতে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি জনসভা বন্ধ করে দিয়েছে পুলিশ-এই অভিযোগে আজ, বুধবার আসানসোলে দলের তরফে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচী নিল বিজেপি। উপস্থিত থাকবেন কয়েকজন কেন্দ্রীয় নেতাও।
বিজেপির অভিযোগ, আসানসোল পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের দামড়া এলাকায় একটি খেলার মাঠে আজ, বুধবার একটি জনসভা করার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েছিল বিজেপি। সংগঠনের রাজ্য সম্পাদক রাহুল সিংহ-সহ কয়েক জন কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিত থাকার কথা ওই সভায়। রাহুলবাবু দাবি, প্রয়োজনীয় সব অনুমতিই নিয়েছেন তাঁরা। মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ হয়ে এসেছিল। তাঁর অভিযোগ, মঙ্গলবার সকালে প্রস্তুতির একেবারে শেষ পর্যায়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশের তরফে জানানো হয়, পুরসভা আপত্তি করায় সভা করতে দেওয়া যাবে না। চিঠি পাওয়ার পর পুলিশ ও পুর-কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান তাঁরা। কিন্তু কোনও পক্ষ থেকেই তাঁদের কথা শোনা হয়নি বলে অভিযোগ। রাহুলবাবুর কথায়, “এমন অসহিষ্ণুতা আগে দেখিনি। পুর কর্তৃপক্ষ চক্রান্ত করে আমাদের সভা বানচাল করেছে। সাহায্য করেছে পুলিশ।”
আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমারের অবশ্য বক্তব্য, “ওই সভা আমরা বন্ধ করিনি। পুরসভার তরফে আমাদের জানানো হয়, ওই রাজনৈতিক দলের নেতারা পুর কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো অবজেকশন’ নেননি। ফলে আমরা সভা করা যাবে না বলে জানিয়েছি।” বিজেপি যে পুলিশের অনুমতি নিয়েছিল, সেকথাও স্বীকার করেন তিনি। মাঠটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বিবেকানন্দ ক্লাবের সম্পাদক স্বাধীন যশও বলেন, “এ দিন মাঠে খেলা নেই। সভা হলে আমাদের কোনও আপত্তি নেই বলেই ওই রাজনৈতিক দলকে জানিয়েছি আমরা।”
কিন্তু পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “পুরসভা এলাকায় সভা হলে কর্তৃপক্ষের কাছ থেকে ‘নো অবজেকশন’ শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক।” তিনি জানান, বর্তমানে তিনি জেলায় নেই। তবে জানতে পেরেছেন, সভা করার জন্য পুরসভার ‘নো অবজেকশন’ নেয়নি বিজেপি। তাই আপত্তি উঠেছে। |