ক্রান্তি এলাকার ঝাড় মাঝগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমে দরিদ্র চাষিদের বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখাল ব্লক কংগ্রেস। সোমবার এই বিক্ষোভ দেখিয়ে সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। কংগ্রেসের মালবাজার ব্লক কংগ্রেস সহ সভাপতি স্বাধীন সাহার অভিযোগ, “দীর্ঘ দিন ধরে সমবায় ব্যাঙ্কের সার দরিদ্র চাষি পাচ্ছেন না। স্বজনপোষণ চলছে। ঋণ পেতেও চাষিদের হয়রান হতে হচ্ছে। কৃষিঋণ মকুবের আওতাভুক্ত চাষিদের তালিকাপ্রকাশও করা হয়নি।” ব্যাঙ্ক ম্যানেজার রফিকুল ইসলাম জানান, তাঁরা নিয়ম মেনেই সার বিলি করেন। ঋণের বিষয়টিও নিয়ম মোতাবেক করা হয় বলে তাঁর দাবি। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল হাওলাদার বলেন, “সমবায় ব্যাঙ্ক সংক্রান্ত কোন অভিযোগ চাষির কাছ থেকে পাইনি। পেলে নিশ্চয়ই বিষয়টি দেখব।” এ দিকে অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, “জেলার অন্যতম কৃষিনির্ভর এলাকা ক্রান্তিতে ব্যাঙ্ক-শাখা খোলার পরিকল্পনা রয়েছে।” মহকুমাশাসক নারায়ণ বিশ্বাসও অভিযোগ পেলে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
|
এক যুবককে মারধর করে মোটর বাইক ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার শিলিগুড়ি থানার টিকিয়াপাড়া থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম সঞ্জয় সরকার ও লিটন মজুমদার। সঞ্জয়ের বাড়ি টিকিয়াপাড়ায় ও লিটনের বাড়ি গজলডোবায়। ধৃতদের থেকে বাইকটি উদ্ধার করা হয়। মোবাইলটি অবশ্য পাওয়া যায়নি। ধৃতদের বিরুদ্ধে এর আগে ছিনতাইয়ের অভিযোগ আছে। পুলিশ সূত্রের খবর, গত ১২ ডিসেম্বর রাত ১২ টা নাগাদ বাগরাকোটে রেল লাইনের পাশ দিয়ে মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন নিরঞ্জননগরের বাসিন্দা প্রসেনজিৎ পাল। সেই সময় দুই যুবক তার রাস্তা আটকে বেধড়ক মারধর করে বাইক ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। প্রসেনজিৎকে জখম অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে দু’জনকে গ্রেফতার করে।
|
অন্ত্যোদয় যোজনার বরাদ্দ চালের পরিমাণ কমানোয় বন্ধ বাগানে ক্ষোভ দেখা দিয়েছে। জুন মাস থেকে অন্ত্যোদয়ে চাল সপ্তাহে মাথা পিছু ২ কেজি করে দেওয়া হচ্ছিল। ডিসেম্বর মাসের শুরু থেকে তা কমিয়ে ১ কেজি করা হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। বন্ধ বাগানের শ্রমিকরা ডুয়ার্সের বন্ধ দলমোড় ও ঢেকলাপাড়া বাগানের শ্রমিকরা জানান, সপ্তাহে মাথা পিছু দু’কেজি চাল মিলত। এখন সে চালের পরিমাণ এক কেজি করায় তা দিয়ে সারা সপ্তাহ তারা কী ভাবে চলবেন তা ভেবে পাচ্ছেন না। তবে অন্ত্যোদয়ের চালের বরাদ্দ সময় মত কেন্দ্র না দেওয়ায় এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রের বরাদ্দ না মেলা পর্যন্ত বন্ধ বাগান গুলিতে সমান পরিমাণ চাল দেওয়া হবে বলে মন্ত্রী জানান। কেন্দ্রের কাছ থেকে চালের বরাদ্দ মিললে সকলকে পুষিয়ে দেওয়া হবে বলে খাদ্য মন্ত্রী আশ্বাস দিয়েছেন।
|
পানিট্যাঙ্কি থেকে বাগডোগরার বিহার মোড় পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণে উচ্ছেদের প্রতিবাদে মহকুমাশাসককে স্মারকলিপি দিল সিপিএম। সোমবার শিলিগুড়ির মহকুমাশাসককে বৈভব শ্রীবাস্তবকে স্মারকলিপি দেওয়া হয়। দলের বাগডোগরার জোনাল কমিটির সম্পাদক শীতল দত্তের অভিযোগ, সম্প্রতি ৩১(সি) জাতীয় সড়ক চওড়া করার কাজ শুরু হয়েছে। দু’পাশে ৫ ফুট করে রাস্তা চওড়া করা হবে। সে জন্য গত ৮ ডিসেম্বর রাস্তার দুপাশে থাকা ব্যবসায়ীদের চিঠি দিয়ে দোকান সরিয়ে নেওয়া নির্দেশ দিয়েছে জাতীয় সড়ক। তিনি বলেন, “যাঁরা রাস্তা থেকে ৪০ ফুট দূরত্বে রয়েছে তাঁদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবসায়ায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে ব্যপারে উদোগ নেওয়ার আর্জি জানিয়েছি।”
|
তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিল দুই লক্ষ বেকারকে চাকরি দেবে। বাস্তবে কিন্তু তা হয়নি বলে অভিযোগ করলেন আরএসপির রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য সুকুমার ঘোষ।
|
জমির পাট্টার দাবি করে কালচিনি থেকে জয়গাঁ বাইক র্যালি করল কংগ্রেস। বনবস্তি ও চা বাগনের জমির পাট্টা বিলি শুরু না হলে আন্দোলনের হুমকি দেয় তারা।
|
পথ দুর্ঘটনায় ৪০ জন বাসযাত্রী আহত হন। সোমবার ক্রান্তির রাজ্য সড়কে কৈলাসপুর চা বাগানের কাছে ঘটনাটি ঘটে। আহতদের ৪ জনকে অবস্থা আশঙ্কাজনক।
|
অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে নকশালবাড়ি থানার মেচি নদীর পাশে রকমজোত এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয়। |