টুকরো খবর
দু’জেলায় মিশ্র ফল স্কুল ভোটে
দুই জেলার স্কুল নির্বাচনে মিশ্র ফল লক্ষ করা গিয়েছে। ভরতপুরের তালগ্রাম হামিদ স্মৃতি উচ্চ বিদ্যাপীঠের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই জিতেছে কংগ্রেস প্রার্থীরা। অপর দিকে জয়পুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে তিনটিতে কংগ্রেস, দু’টি সিপিএম ও একটিতে তৃণমূল জয়লাভ করেছে। নওদার ডাঙাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভোটে ৬ আসনের ৫টিতে জিতেছে কংগ্রেস প্রার্থীরা। ১টি আসন পায় সিপিএম। লালগোলা হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রসা পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনই দখল করল সিপিএম। তৃণমূল এবং এস ডি পি আই প্রার্থী দিয়েও পরে নাম তুলে নেয়। লালবাগ মহকুমার কংগ্রেসের সভাপতি সুজাউদ্দিন এ দিন বলেন, “নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে নাম প্রত্যাহারের ঘটনা ঘটে।” অন্য দিকে নদিয়ার সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়ে ৬ আসনে জয়ী সিপিএম। কামারহাটি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে ৫ বিজেপি, ১টি আসন পায় সিপিএম। দিগনগর হাই স্কুলে জয়ী তৃণমূল সমর্থিতেরা। তেহট্টর সাহাবুদ্দিন স্মৃতি বিদ্যালয়, মহিষবাথান মনোজমোহন বিদ্যামন্দির ও সুভাষিণী উচ্চ বালিকা বিদ্যালয়ের সব আসনে জয়ী সিপিএম প্রার্থীরা। রানাঘাটের নাসরা বালিকা বিদ্যালয়ে ৬টি আসনে জয়ী কংগ্রেস। ন’পাড়া হাইস্কুলে ৬টি আসনের ৫টিতে জিতেছে কংগ্রেস। চাকদহের ইছাপুর আদিবাসী হাই স্কুলের ৬টি আসনেই জয়ী তৃণমূল। হরিণঘাটার লাউপলা হাই স্কুলের ৫টিতে জয়ী সিপিএম প্রার্থীরা। ১টি পায় তৃণমূল।

ফাঁসে আত্মহত্যা কলেজ পড়ুয়ার
গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন সৌমী ভট্টাচার্য (১৯) নামে এক কলেজছাত্রী। বাড়ি নাকাশিপাড়ার বিক্রমপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী তাঁর প্রেমিকের সঙ্গে সাঁইথিয়ায় পালিয়ে যায়। পরে তাঁকে বাড়ি ফিরিয়ে আনে। বাড়ির লোকজন অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ওই কলেজ পড়ুয়ার। রবিবার তাঁর বিয়ের গয়না বানাতে গেলে, বাড়িতে কেউ না থাকার সুযোগে আত্মঘাতী হন তিনি।

অস্ত্র-সহ ধৃত যুবক
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে রানিনগর থানার পুলিশ রামনগর গ্রাম থেকে বাবু শেখ নামে ওই যুবককে ধরে। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “মাস্কেট-সহ ওই যুবককে তার বাড়ি থেকে ধরা হয়েছে।”

মহিলার হার লুঠ নবদ্বীপে
বাবার বাড়িতে বেড়াতে আসা এক মহিলার গয়না ছিনতাই করল দুষ্কৃতীরা। নবদ্বীপের মহেশগঞ্জের বাসিন্দা কল্পনা দেবী বলেন, “রবিবার রাত ৮টা নাগাদ মায়াপুর মোড়ে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় জনা কয়েক যুবক আমাকে ঘিরে ধরে গলার হার ও কানের দুল ছিনিয়ে নেয়।” ওই দিন রাতেই ওই মহিলা নবদ্বীপ থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের হদিস পেতে তল্লাশি চলছে।

লরির ধাক্কায় মৃত্যু কৃষ্ণনগরে
লরির ধাক্কায় মনোরঞ্জন মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাড়ি ধুবুলিয়ার বনগ্রামে। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে ধুবুলিয়া বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় বহরমপুরগামী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

রাজমিস্ত্রির মৃত্যু
সোমবার গৌরনগরের একটি মঠে ছাদ ঢালাই করার সময়ে পড়ে রনজিৎ দেবনাথ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়। মৃতের বাড়ি কৃষ্ণনগরের অনাদিনগরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.