|
|
|
|
মৃত্যু হয়েছিল ২ সিআরপি-র |
মেটালায় মাওবাদী তত্ত্ব নস্যাৎ দিল্লির, বলছে রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গের পুলিশ-প্রশাসন গোড়া থেকেই কথাটা বলে আসছিল। এ বার দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকও পরোক্ষে সে কথাই স্বীকার করে নিল বলে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের দাবি। এবং তাঁরা মনে করছেন, মেটালার জঙ্গলে দুই সিআরপিএফের মৃত্যুর পিছনে ‘মাওবাদী হামলা’র যে তত্ত্ব খাড়া করা হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রকের এই রিপোর্টের ফলে তা-ও নস্যাৎ হল।
৩০ সেপ্টেম্বর রাতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মেটালার জঙ্গলে গুলির লড়াইয়ে ২ সিআরপিএফ জওয়ান নিহত হন। সিআরপি-কর্তারা দাবি করেছিলেন, বাহিনীর একটি শিবির চলাকালীন অতর্কিতে জনা দশেক মাওবাদী স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়, আর তাতেই মারা যান দুই জওয়ান ওড়িশার আর এন মহাকুণ্ড, অন্ধ্রপ্রদেশের এ বিজয়ভাস্কর রেড্ডি। কিন্তু রাজ্যের পুলিশ তা মানেনি। তাদের মতে, রাতের অন্ধকারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির দরুণ সতীর্থদের গুলিতেই ওঁরা মারা গিয়েছেন।
এবং মাওবাদী হিংসা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্টে তাঁদের যুক্তিই প্রতিষ্ঠিত হয়েছে বলে রাজ্যের পুলিশ ও গোয়েন্দা-কর্তাদের দাবি। দিল্লির ওই রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে মাওবাদী সন্ত্রাসে এখনও (৩০ নভেম্বর) পর্যন্ত কোনও সাধারণ মানুষ কিংবা নিরাপত্তারক্ষীর প্রাণহানির ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি। অর্থাৎ, মেটালার জঙ্গলে দুই সিআরপিএফ জওয়ানও যে মাওবাদীদের হাতে মরেননি, স্বরাষ্ট্র মন্ত্রক এই রিপোর্টের মাধ্যমে কার্যত তা কবুল করে নিল বলে রাজ্যের পুলিশ-কর্তাদের অভিমত। কী বলছেন তাঁরা?
সোমবার রাজ্য গোয়েন্দা শাখার (আইবি) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বাণীব্রত বসুর বক্তব্য, “আমরা যেটা গোড়াতেই বলেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রক এখন তা-ই বলল। যত দূর জানি, মেটালার ঘটনার পর পর সিআরপি’র একটি উচ্চ পর্যায়ের দল তদন্তে নেমেছিল। তদন্তকারীরা জেনেছিলেন, ওটা আদৌ মাওবাদী হামলা ছিল না। কেন্দ্রীয় আইবি-ও তাদের তদন্তে একই কথা জানতে পারে।” রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহের মন্তব্য, “খোদ স্বরাষ্ট্র মন্ত্রকের এমন রিপোর্টের পরে আমাদের কিছু বলার প্রয়োজন আছে?” উল্লেখ্য, রাজ্য গোয়েন্দা শাখার তরফে নিয়ম করে প্রতি মাসে রাজ্য স্বরাষ্ট্র দফতরে মাওবাদী বিষয়ক বিভিন্ন ঘটনার রিপোর্ট পাঠানো হয়। সে নথিতেও মেটালা-কাণ্ডের উল্লেখ নেই।
স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টের পরিপ্রেক্ষিতে শাসক ও বিরোধীদের এক সুর। তৃণমূল সাংসাদ শুভেন্দু অধিকারী ঘটনার পরেই দাবি করেছিলেন, ওটা মাওবাদী হামলা নয়। তিনি বলেন, “মেটালায় সিআরপিএফের ২ জওয়ান সতীর্থদেরই গুলিতে নিহত হন।” সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্রের কথায়, “মেটালার জঙ্গলে মাওবাদীরা হামলা চালায়নি। সিআরপিএফের দুই জওয়ান বাহিনীরই অন্যদের গুলিতে মারা যান। স্বরাষ্ট্র মন্ত্রককে সেটা স্বীকার করতে হবে।”
সিআরপিএফ কী বলছে? বাহিনীর পশ্চিমবঙ্গের আইজি বিবেক সহায় এ দিন বলেন, “মন্ত্রকের রিপোর্ট দেখার আগে কোনও মন্তব্য করব না।” |
|
|
|
|
|