নালার জল উপচে মাঠে
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
|
|
নালার নোংরা জল উপচে মাঠ ভরিয়েছে। এখানে সেখানে ছড়িয়ে
রয়েছে আবর্জনাও। বাঁকুড়ায় ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ। |
|
নর্দমার নোংরা জলে ভরে গিয়েছে বাঁকুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাঠকপাড়া এলাকার বাগরা মাঠ। ফলে মাঠটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ার পাশাপাশি দুর্গন্ধে এলাকায় টেকাও দায় হয়ে পড়েছে বলে ক্ষোভ এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, মাঠট সংস্কার করার দাবি নিয়ে একাধিকবার পুরসভার কাছে দরবার করলেও কাজের কাজ হয়নি। পাঠকপাড়ার বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্যরা বলেন, “এটা স্থানীয় ছেলেমেয়েদের খেলার একমাত্র জায়গা। বিভিন্ন স্কুলের বাৎসরিক ক্রীড়াও এখানে হয়। দীর্ঘ দিন ধরে মাঠটি নোংরা জলে ভরে রয়েছে। দুর্গন্ধের জন্য মাঠের কাছাকাছিও যাওয়া যায় না। পুরসভাকে বারবার বলা হলেও তারা নজর দেয়নি।” ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রূপা দে বলেন, “মাঠ বেশ কিছুটা নিচু হওয়ায় নালার জল উপচে মাঠে ঢুকছে। মাটি ফেলে মাঠ উঁচু করা ছাড়া সমাধান হবে না।” তাঁর আরো দাবি, বিষয়টি বাঁকুড়ার পুরপ্রধান ও বিধায়ককে একাধিকবার জানিয়েও লাভ হয়নি। পুরপ্রধান শম্পা দরিপার অবশ্য আশ্বাস, মাঠটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
|
গরু পাচারকারী ধৃত
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
তল্লাশি চালিয়ে তিনটি গরু ভর্তি ট্রাক সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে স্থানীয় কালুপুরে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে একজন ওই পাচারকারি দলের পান্ডা। ২১টি গরু উদ্ধার করেছে পুলিশ।
|
জখম চিতাবাঘ
সংবাদসংস্থা • গুয়াহাটি |
গাড়ির ধাক্কায় জখম হয়ে নালায় পড়ে যায় একটি চিতাবাঘ। তাকে উদ্ধার করতে গিয়ে জখম হন গোপাল কেঁওট নামে এক ব্যক্তি। ডিব্রুগড়ের চাবুয়ার ঘটনা। বন বিভাগের খবর, বনকর্মী ও চিকিৎসকরা তাকে উদ্ধারের চেষ্টা করছে। |