টুকরো খবর
‘তোলা’ চেয়ে তাণ্ডব দুষ্কৃতীদের
একটি আবাসনে দফায় দফায় ভাঙচুর, মারধর, লুঠপাট চলল। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটেছে মধ্য হাওড়ার ফজিরবাজার এলাকায়। পুলিশ জানায়, রবিবার রাত ৯টা নাগাদ ওই আবাসনের চারতলায় ১৫-২০ জন দুষ্কৃতীর একটি দল লোহার রড, তলোয়ার, ভোজালি, ইট নিয়ে হামলা চালায়। অভিযোগ, শাহজাদা খান নামে ওই প্রোমোটারের ফ্ল্যাটে ঢুকে তাঁর স্ত্রী নাগমা পরভিনের থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। টাকা না দেওয়ায় তাঁর হাতে তলোয়ারের কোপ মারে। জামিদা খাতুন নামে অন্য এক প্রৌঢ়াকেও রড দিয়ে মারে দুষ্কৃতীরা। তাণ্ডব করে তারা নেমে গেলেও সোমবার সকালে ওই দুষ্কৃতীরা ফের আবাসনে আসে। তখন নুরুল হক নামে ওই আবাসনেরই এক বাসিন্দাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় ওই অঞ্চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “আবাসনে কিছু দুষ্কৃতী হামলা চালিয়েছে। মহিলাদের মারধর করেছে। পুলিশকে বলেছি অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।” হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে এ বিষয়ে বলেন, “দীর্ঘ দিন ধরে হামলা চলছে বলে কোনও অভিযোগ পাইনি। তবে প্রোমোটিং নিয়ে গোলমাল হয়েছে ঠিকই। আমরাও ব্যবস্থা নিচ্ছি।”

ঋণ না পেয়ে বিক্ষোভ সমবায়ে
আলু চাষে ঋণ না পেয়ে সমবায়ে বিক্ষোভ দেখালেন চাষিরা। সোমবার সকালে আরামবাগের মোবারকপুর কৃষি সমবায় সমিতির ঘটনা। গত দেড় মাস ধরে এ নিয়ে সমবায়, পঞ্চায়েতে ঘেরাও এবং ব্লকে বিক্ষোভ চলছে। এ দিন ওই সমবায়ে তদন্তে গিয়েছিলেন সমবায় দফতরের আরামবাগ সার্কল ইন্সপেক্টর সুজন দে, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের আরামবাগ শাখার ম্যানেজার অলক ভট্টাচার্য-সহ কয়েকজন আধিকারিক। সঙ্গে ছিলেন তিনটি কৃষি সমবায় সমিতির দক্ষ ম্যানেজার। সমবায় দফতরের আরামবাগ সার্কল ইন্সপেক্টর সুজন দে বলেন, “প্রচুর গরমিল ধরা পড়েছে। তদন্ত শেষ হতে আরও একদিন সময় লাগবে। তারপরেই ম্যানেজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চাষিরা যাতে ঋণ পান সেই পদক্ষেপ করা হবে।” সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের আরামবাগ শাখা সূত্রে জানা গিয়েছে, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকার অঙ্ক খাতায় লিখে রাখা হয়েছে। সুদ ঠিকমতো হিসাব করা হয়নি। নির্দিষ্ট সময়ে ব্যাঙ্কে টাকা জমা পড়েনি। প্রাথমিক তদন্তেই প্রায় ১০ লক্ষ টাকার বেশি গরমিল ধরা পড়েছে। আইনি জটিলতায় গত এক বছর ধরে ওই সমবায়ে পরিচালন সমিতি নেই। সমবায় ম্যানেজার নির্মল বেতালই সিদ্ধান্ত নিচ্ছিলেন। তিনি সমবায়ে আসা বন্ধ করে দিয়েছেন। রামনগর গ্রামের বিদ্যাপতি বাড়ুই বলেন, “প্রতি বছর ১০ বিঘা জমিতে চাষ করি। এ বছর ঋণ না পেয়ে চড়া সুদে দেনা করে ৫ বিঘা জমিতে চাষ করেছি।” ঋণ না পাওয়ায় চাষ করতে পারছেন না মানিকপাটের গোবিন্দ মণ্ডল, পার্বতীপুরের বিমল জানা। তাঁদের অভিযোগ, “গত ৮ মাস ধরে ম্যানেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছি। প্রশাসন ঠিক সময়ে তদন্ত করলে আমাদের এই সঙ্কটে পড়তে হত না।”

তৃণমূলকে মারধর, অভিযুক্ত সিপিএম
স্মারকলিপি দিতে যাওয়ার পথে সিপিএমের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ আনল তৃণমূল। সোমবার ঘটনাটি ঘটে জয়পুরের উত্তর ভাটোরা গ্রামে। ভাটোরা পঞ্চায়েত সিপিএম শাসিত। তৃণমূলের অভিযোগ, এই পঞ্চায়েত উন্নয়নের কাজে গাফিলতি এবং স্বজন-পোষণ করছে। প্রতিকার চেয়ে এ দিন পঞ্চায়েত কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেয় তৃণমূল। তাদের অভিযোগ, স্মারকলিপি দিতে যাওয়ার পথে সিপিএমের মিছিল থেকে তাদের দলের কর্মী-সমর্থকদের উপরে হামলা হয়। প্রতিবাদে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায় তারা। সিপিএমের পক্ষ থেকে পাল্টা অভিযোগে জানানো হয়েছে, তাদের দলের কর্মী-সমর্থকদের উপরেই হামলা চালিয়েছে তৃণমূল।

স্কুল ভোটে মিশ্র ফল হাওড়ায়
জগৎবল্লভপুরের গড়বালিয়া রাখালচন্দ্র মান্না ইন্সটিটিউশনে পরিচালন সমিতিতে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬টি আসনেই জিতল তৃণমূল কংগ্রেস। এ ছাড়া রবিবার গড়বালিয়া গার্লস হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই বামপন্থীদের হারিয়ে জিতল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পাঁচলার গঙ্গাধরপুর বালিকা বিদ্যামন্দিরে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বামপ্রার্থীরা। ডোমজুড় আজাদ হিন্দ স্মৃতি ফৌজ মহাবিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। ২৭টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তারা। টিএমসিপি ছাড়া অন্য কোনও ছাত্র সংগঠন নির্বাচনে মনোনয়ন জমা দেয়নি।

ঘরছাড়াদের ফেরাতে ফব-র স্মারকলিপি
হীরাপুর পঞ্চায়েত এলাকায় ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের ফিরিয়ে আনার দাবিতে সোমবার পানিয়াড়ায় হাওড়া জেলা পুলিশ সুপার (গ্রামীণ)-এর কাছে স্মারকলিপি দিল ফরওয়ার্ড ব্লকের পাঁচলা লোকাল কমিটি। দলের হাওড়া জেলা সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, প্রাক্তন বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য, ডলি রায়-সহ দলের নেতারা হাজির ছিলেন। ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, ২০১১ সালের নভেম্বর থেকে এই সব দলীয় কর্মী-সমর্থকেরা তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সিঙ্গুরে জয়ী তৃণমূল
রবিবার সিঙ্গুর বিধানসভা এলাকার ৪টি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল। তবে, ভদ্রেশ্বরের সারদাপল্লি উচ্চ বিদ্যালয়ে সিপিএমের কাছে হেরে গিয়েছে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই সেখানে দলের পরাজয় হয়েছে বলে তৃণমূলেরই একাংশ মেনে নিয়েছেন।

বন্ধ জুটমিল
শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে নর্থব্রুক জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলালেন কর্তৃপক্ষ। সমস্যায় পড়লেন প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.