টুকরো খবর
ঘুমের মধ্যে পুড়ে মৃত্যু
দোতলার ফ্ল্যাটে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে এন্টালির স্যার সৈয়দ আহমেদ রোডে। পুলিশ জানায়, মৃতের নাম নৌসাদ আলম। দমকল সূত্রের খবর, এ দিন সকাল ৭টা নাগাদ আগুন লাগার খবর আসে। তিনটি ইঞ্জিন যায়। চারতলা ভবনের অন্যান্য ফ্ল্যাটের লোকেদের বার করে আনা গেলেও দোতলায় একটি ঘরের দরজা ভেঙে দেখা যায়, ওই যুবক পুরো ঝলছে গিয়েছেন। ঘরের আসবাবপত্রও পুড়ে ছাই। হাসপাতালে পাঠানোর পরে নৌসাদকে মৃত বলে ঘোষণা করা হয়। পড়শিরা জানান, নৌসাদ মার্বেল পাথরের মিস্ত্রি। তাঁর স্ত্রী ও ছেলে বেনিয়াপুকুরে নৌসাদের বাবার বাড়িতে ছিলেন। ওই যুবক একাই ছিলেন ঘরে।আগুন লাগল কী ভাবে? পাশের বাড়ির এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টা নাগাদ পোড়া গন্ধ নাকে যেতে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি নিজের বাড়ির বিভিন্ন তলায় ঘুরে কোথাও আগুন দেখতে পাননি। বাইরে বেরিয়ে তিনি দেখেন, পাশের বাড়ির দোতলা থেকে গলগলিয়ে ধোঁয়া বেরোচ্ছে। নীচের তলার বাসিন্দাদের ডাকাডাকি করে ওই বাড়ির দরজা খোলার ব্যবস্থা করেন তিনিই। খবর যায় দমকলে। পরে আসেন ফরেন্সিক বিভাগের লোকজনও। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে নৌসাদের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।

দু’টি দুর্ঘটনা, মৃত ১
শহরের দুই প্রান্তে দুর্ঘটনার কবলে পড়ল দু’টি স্কুলবাস। একটি ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। তবে পড়ুয়ারা জখম হয়নি। গ্রেফতার হয়েছেন দুই বাসচালক। প্রথমটি ঘটে সোমবার দুপুরে, পার্ক সার্কাসে। পুলিশ জানায়, স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়ার সময়ে ট্যাক্সির সঙ্গে ধাক্কা লাগে একটি বাসের। অভিযোগ, বাসচালক মত্ত অবস্থায় ছিলেন। অন্য দিকে, সন্ধ্যায় রাজাবাজারে রাস্তা পেরনোর সময়ে অশোক ভোরা (৪৪) নামে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালায় একটি স্কুলবাস। হাসপাতালে অশোকবাবুকে মৃত ঘোষণা করা হয়। তবে দুর্ঘটনার সময়ে বাসে কোনও পড়ুয়া ছিল না।

‘শ্লীলতাহানি’, ধৃত ২
শহরের দুই প্রান্তে রবিবার রাতে দু’টি শ্লীলতাহানির অভিযোগ উঠল। তাতে জড়িত অভিযোগে দু’জন গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, রাসবিহারী অ্যাভিনিউয়ে এক মহিলা এবং তাঁর মেয়েকে দুই যুবক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ধৃতদের নাম শম্ভু প্রামাণিক ও মানু পাল। তারা দু’জনেই মত্ত অবস্থায় ছিল। অন্য ঘটনাটি ঘটে জোড়াবাগানের বেনিয়াটোলা লেনে। এক মহিলা অভিযোগ করেন, কয়েক জন যুবক তাঁর শ্লীলতাহানি করেছে। ওই ঘটনায় অবশ্য কেউ ধরা পড়েনি।

স্কুলে ঘেরাও
পাশ করিয়ে দেওয়ার দাবিতে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কিছু স্কুলছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা। পুলিশ জানায়, যাদবপুর সন্তোষপুরে ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের কিছু ছাত্রী উচ্চ মাধ্যমিকের টেস্টে ফেল করেছেন। সোমবার বিকেলে তাঁরা স্কুলে বিক্ষোভ শুরু করেন। তার পরে প্রধান শিক্ষিকা ছাড়াও অন্য কয়েক জন শিক্ষিকাকে ঘেরাও করেন। বেশি রাত পর্যন্ত ঘেরাও চলে।

ত্রিফলা নিয়ে
ত্রিফলা নিয়ে ফের সিবিআই তদন্তের দাবি জানাল কংগ্রেস। সোমবার ৪ কংগ্রেস কাউন্সিলর পুর কমিশনারকে স্মারকলিপি দেন। পুরসভার কংগ্রেস নেত্রী মালা রায় বলেন, “পুরো বিষয়টি নিয়ে অডিট করার জন্য ক্যাগকে সমস্ত নথি দেওয়ার আবেদনও করা হয়েছে।”

ভাইঝিকে ধর্ষণ
ভাইঝিকে ধর্ষণের অভিযোগে বেহালা চড়কতলায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি চড়কতলার বাসিন্দা। সোমবার রাতে ডাক্তারি পরীক্ষার রিপোর্টে জানানো হয়, তার ভাইঝি অন্তঃসত্ত্বা। তার পরেই ক্ষিপ্ত জনতা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.