গাড়িবোমা বিস্ফোরণে পাকিস্তানে হত ১৯
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
পাকিস্তানের এক প্রশাসনিক ভবনের একশো মিটারের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন ১৯ জন। আহত কমপক্ষে ৫০। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার এলাকার ফুজি বাজারের সামনে রাখা ছিল বিস্ফোরক বোঝাই গাড়িটি। হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। ভিড়ে ঠাসা বাজারে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে চার জন আফগান মহিলা রয়েছেন। তাঁদের সঙ্গে ছিল কয়েকটি শিশুও। ভাড়া গাড়িতে সীমান্ত পার হয়ে বাজার করতে এসেছিলেন তাঁরা। তাঁদের গাড়ি-সহ প্রায় ১০টি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি দোকানও। প্রশাসনিক ভবনকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করা হয়েছিল কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ধ্বংস মহাকাশযান
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
চাঁদের কক্ষপথে ১৫ মাস ধরে সফল আবর্তনের পর নাসার দু’টি মহাকাশ যান, ‘এব’ ও ‘ফ্লো’-এর সোমবার চাঁদের মাটিতেই ধ্বংস হয়ে যাওয়ার কথা। গ্র্যাভিটি রিকভারি অ্যান্ড ইনটেরিয়র ল্যাবরেটরির এই যান দু’টি চাঁদের অন্তবর্তী গঠন এবং উপাদান সম্পর্কে গুরুত্বপূর্ণ ও বিস্তৃত তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সৌর জগতের গ্রহগুলির উৎপত্তি সম্পর্কে ধারণা করা যাবে বলে জানান বিজ্ঞানীরা।
|
হুমকির জেরে
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ফের স্কুলে হামলার ভয়। এবং এই ভয় দেখানোর জন্য গ্রেফতার হলেন একজন ৬০ বছরের মার্কিন। তাঁর ঘর থেকেও উদ্ধার হয়েছে ৪৭টি বন্দুক। পুলিশ সূত্রে খবর, নিজের স্ত্রীকে আগুনে পোড়ানোর পাশাপাশি একটি প্রাথমিক স্কুলে হামলারও হুমকি দেয় ওই ব্যক্তি। ফলে, তাঁকে গ্রেফতার পুলিশ এসে গ্রেফতার করা হয়। |