টুকরো খবর
বদলির প্রতিবাদ, সালানপুরের খনিতে বিক্ষোভ
দীর্ঘ দিন ধরে উৎপাদন বন্ধ। শ্রমিকদের অন্যত্র বদলি করে দেওয়া হচ্ছে। প্রতিকারের দাবিতে সোমবার কাজ বন্ধ রেখে ম্যানেজার স্বপন দত্তকে ঘিরে বিক্ষোভ দেখালেন ইসিএলের সালানপুর এরিয়ার চক বল্লভপুর খনির বেশ কিছু শ্রমিক-কর্মী। নেতৃত্ব দেন আইএনটিটিইউসি নেতা পাপ্পু উপাধ্যায়। তাঁর অভিযোগ, “এই খনিতে দীর্ঘ দিন ধরে উৎপাদন বন্ধ। শ্রমিক-কর্মীদের অন্যত্র বদলি করা হচ্ছে।” অবিলম্বে উৎপাদন চালুর দাবি জানান তাঁরা। পরে ওই খনির এজেন্ট এসএস সিংহ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর দেড়টা নাগাদ বিক্ষোভ থামে।

কয়লা বোঝাই ডাম্পার উল্টে মৃত্যু খালাসির
কয়লা বোঝাই ডাম্পার উল্টে মৃত্যু হল খালাসির। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সালানপুর থানার মোহনপুর খনি সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমন গড়াই (৩২)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাম্পারটি মোহনপুর কোলিয়ারি থেকে কয়লা বোঝাই করে বেরিয়ে আসার পথে উল্টে যায়। চালক প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডাম্পারের খালাসির। মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তোলেন মোহনপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা।

মিনিবাস বন্ধ, অবরোধ
ভরসা ট্রেকারই।—নিজস্ব চিত্র।
ইকড়া হয়ে জামুড়িয়া থেকে রানিগঞ্জগামী চারটি মিনিবাস বছর খানেক ধরে বন্ধ। প্রতিকারের দাবিতে তৃণমূলের ইকড়া আঞ্চলিক কমিটির নেতৃত্বে জামুড়িয়া-রানিগঞ্জ প্রধান রাস্তা বালানপুর মোড়ে ৪ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। দলের নেতা গুণধর বাউরি জানান, বছর খানেক ধরে বাস বন্ধ। সংশ্লিষ্ট সব দফতরে প্রতিকারের দাবি জানিয়েও কোনও ফল হয়নি। মহকুমাশাসকের পাঠানো প্রতিনিধির আশ্বাসে অবরোধ তুলে নেন। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তাঁরা।

পাশ করানোর দাবি, অবরোধ
পথে পড়ুয়ারা।—নিজস্ব চিত্র।
পরীক্ষায় পাশ করানোর দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল মারোয়ারি সনাতন বিদ্যালয়ের ৬৩ জন পড়ুয়া। পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ছাত্রদের অভিযোগ, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় জোর করে তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। স্কুলের সম্পাদক আশিস ঘোষ জানান, ওই ৬৩ জন খুবই কম নম্বর পেয়েছে। পাশ করানো সম্ভব নয়। তবুও আলোচনা চালনো হচ্ছে।

ট্রেনে ছিনতাই, অন্ডালে ধৃত দুই
টাকা ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল অন্ডাল রেল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজেশ প্রসাদ ও বিভু চক্রবর্তী। একটি চলন্ত এক্সপ্রেসে ওই দু’জন ও তাদের এক সঙ্গী এক ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনতাই করে। পুলিশ তদন্তে নেমে ওই দু’জনকে গ্রেফতার করে। ওই সঙ্গীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় পুলিশ।

তালা ভেঙে চুরি বাড়িতে
তালা ভেঙে চুরি হল আসানসোল উত্তর থানার সেন র্যালে বি ব্লকের একটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কন্যাপুর ফাঁড়ির পুলিশ। গৃহকর্ত্রী সুমিত্রা দাস পুলিশকে জানান, রবিবার রাতে ঘরে তালা লাগিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে দেখেন তালা ভাঙা। জিনিসপত্র লুঠ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কয়লার ট্রাক আটক
সেন র্যালে মোড় ২ নম্বর জাতীয় সড়ক থেকে অবৈধ কয়লা বোঝাই একটি ট্রাক আটক করল আসানসোল উত্তর থানার পুলিশ। কয়লা পাচারের অভিযোগে মহম্মদ সামিম ও মহম্মদ সরফরাজ নামে দু’জনকে ধরেছে পুলিশ।

শ্রমিক-বিক্ষোভ
ইসিএলের সাতগ্রাম এরিয়া কার্যালয়ের সামনে আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি-র নেতৃত্বে সোমবার একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সংগঠনের অভিযোগ, রতিবাটি, টিরাট ও জেকে নগর কোলিয়ারিতে ভূগর্ভের জল বের না করে বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে জল তুলে খনি চালু না করা হলে বৃহত্তর আন্দোলন নামার হুমকিও দেয় তারা। এরিয়া কর্তৃপক্ষ জানান, প্রযুক্তিগত কারণে খনিটি বন্ধ করা হয়েছে। সময় হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

কোথায় কী

দুর্গাপুর
বার্ষিক ক্রীড়া। নেহেরু স্টেডিয়াম। সকাল ১০ টা। উদ্যোগ: অ্যাসেম্বেলি অফ গড চার্চ স্কুল।

কাঁকসা
বার্ষিক ক্রীড়া। গোপালপুর ফুটবল মাঠ। সকাল ৯ টা। উদ্যোগ: মাল্টিকো মডেল স্কুল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.